রাতবিরাতে তোর পাড়াতে স্বপ্ন ভাসায় ভেলা রে
স্বপ্ন ভাসায় ভেলা
মন মায়াতে তোর পাড়াতে থাকে সারাবেলা রে
থাকে সারাবেলা
রাতবিরাতে তোর পাড়াতে স্বপ্ন ভাসায় ভেলা রে
স্বপ্ন ভাসায় ভেলা
মন মায়াতে তোর পাড়াতে থাকে সারাবেলা রে
থাকে সারাবেলা
কী যেন হলো আমার, কিছুই ভালো লাগে না
কেন এত ভালোবাসি নিজেও তো জানি না
তুই বিহনে আমি একলা
দিলি পিরিতে পিরিতে পিরিতের আগুন
তোর হাসিতে হাসিতে করিলি রে খুন
দিলি পিরিতে পিরিতে পিরিতের আগুন
তোর হাসিতে হাসিতে করিলি রে খুন
নয়নেতে নয়ন রেখে দিলি মিষ্টি হাসি রে
বারে বারে পড়তে রাজি তোর প্রেমেরই ফাঁসি রে
নয়নেতে নয়ন রেখে দিলি মিষ্টি হাসি রে
বারে বারে পড়তে রাজি তোর প্রেমেরই ফাঁসি রে
কী যেন হলো আমার, কিছুই ভালো লাগে না
কেন এত ভালোবাসি নিজেও তো জানি না
তুই বিহনে আমি একলা
দিলি পিরিতে পিরিতে পিরিতের আগুন
তোর হাসিতে হাসিতে করিলি রে খুন
দিলি পিরিতে পিরিতে পিরিতের আগুন
তোর হাসিতে হাসিতে করিলি রে খুন
নয়নেতে নয়ন রেখে দিলি মিষ্টি হাসি রে
বারে বারে পড়তে রাজি তোর প্রেমেরই ফাঁসি রে
নয়নেতে নয়ন রেখে দিলি মিষ্টি হাসি রে
বারে বারে পড়তে রাজি তোর প্রেমেরই ফাঁসি রে
কী যেন হলো আমার, কিছুই ভালো লাগে না
কেন এত ভালোবাসি নিজেও তো জানি না
তুই বিহনে আমি একলা
দিলি পিরিতে পিরিতে পিরিতের আগুন
তোর হাসিতে হাসিতে করিলি রে খুন
দিলি পিরিতে পিরিতে পিরিতের আগুন
তোর হাসিতে হাসিতে করিলি রে খুন
রাতবিরাতে তোর পাড়াতে স্বপ্ন ভাসায় ভেলা রে
স্বপ্ন ভাসায় ভেলা
মন মায়াতে তোর পাড়াতে থাকে সারাবেলা রে
থাকে সারাবেলা
কী যেন হলো আমার, কিছুই ভালো লাগে না
কেন এত ভালোবাসি নিজেও তো জানি না
তুই বিহনে আমি একলা
দিলি পিরিতে পিরিতে পিরিতের আগুন
তোর হাসিতে হাসিতে করিলি রে খুন
দিলি পিরিতে পিরিতে পিরিতের আগুন
তোর হাসিতে হাসিতে করিলি রে খুন
দেখো পিরিতে পিরিতে হয়ে গেছি খুন
দেখো ভালোবাসার ইশারায় হয়ে গেছি খুন