Hello
Hello
Finally! তুমি!
গত তিন বছর তোমার একটা ফোনের আশায় কত দিন
কত রাত আমি পার করেছি, তুমি জানো?
আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি
আর, কালকে কিন্তু Rose Day, মানে, আজকে ১২টার পরে
তার মানে, তার মানে তুমি রাজি?
আমি কী জানি!
Yes!
প্রথম দেখাতে তাকে ভালোবেসেছি
প্রথম দেখাতে তার প্রেমে পড়েছি
প্রথম দেখাতে তাকে ভালোবেসেছি
প্রথম দেখাতে তার প্রেমে পড়েছি
জানি না, জানি না আমার হলো এ কী
নিজেকে আমি হারিয়ে ফেলেছি
জানি না, জানি না আমার হলো এ কী
নিজেকে আমি হারিয়ে ফেলেছি
প্রথম দেখাতে আমি তারে ভালোবেসেছি
(ভালোবেসেছি, ভালোবেসেছি)
প্রথম দেখাতে আমি তারে ভালোবেসেছি
তার আর আমার খুনসুটি প্রেম
সুখেরই মেঘে ভাসুক
হাসি-অভিমান-মায়ায় তুলে
জীবন চলতে থাকুক
জানি না, জানি না আমার হলো এ কী
নিজেকে আমি হারিয়ে ফেলেছি
জানি না, জানি না আমার হলো এ কী
নিজেকে হারিয়ে ফেলেছি
প্রথম দেখাতে আমি তারে ভালোবেসেছি
(ভালোবেসেছি, ভালোবেসেছি)
প্রথম দেখাতে আমি যে তারে ভালোবেসেছি