মনের ভাষায় দিলাম তোকে ছুঁয়ে
তুই বুঝে নিস অনুভবে
ভালোবাসা দিলাম হাতে তুলে
যতনে রাখিস আগলে মনে
মনের ভাষায় দিলাম তোকে ছুঁয়ে
তুই বুঝে নিস অনুভবে
ভালোবাসা দিলাম হাতে তুলে
যতনে রাখিস আগলে মনে
মনের একতারা বাজে শুধু স্বপ্নের আশির্বাদে
চোখ মেলেই তোকেই খুঁজি আজ ভাবনার ছলনাতে
মনের একতারা বাজে শুধু স্বপ্নের আশির্বাদে
চোখ মেলেই তোকেই খুঁজি আজ ভাবনার ছলনাতে
প্রিয়া রে, প্রিয়া রে
প্রিয়া রে, প্রিয়া রে
প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া ও
আজ মন নেই বাড়ি, ইচ্ছেরা দেয় পাড়ি
তোকে নিয়ে চল যাই দূরদেশে
আমি হয়ে গেছি তোর, তোর সাথে রবো
স্বপ্নেরা বলছে তুই আমার
মনের একতারা বাজে শুধু স্বপ্নের আশির্বাদে
চোখ মেলেই তোকেই খুঁজি আজ ভাবনার ছলনাতে
মনের একতারা বাজে শুধু স্বপ্নের আশির্বাদে
চোখ মেলেই তোকেই খুঁজি আজ ভাবনার ছলনাতে
প্রিয়া রে, প্রিয়া রে
প্রিয়া রে, প্রিয়া রে
প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া ও
তোর প্রেমে গভীরতা ফাগুনের ঝরা পাতা
আমারই মনে আছিস মিশে
হবে না তো এর শেষ, ভালোবাসারই আবেশ
যতদিন রবো আমি বেঁচে
মনের একতারা বাজে শুধু স্বপ্নের আশির্বাদে
চোখ মেলেই তোকেই খুঁজি আজ ভাবনার ছলনাতে
মনের একতারা বাজে শুধু স্বপ্নের আশির্বাদে
চোখ মেলেই তোকেই খুঁজি আজ ভাবনার ছলনাতে
প্রিয়া রে, প্রিয়া রে
প্রিয়া রে, প্রিয়া রে
প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া ও
প্রিয়া রে, প্রিয়া রে
প্রিয়া রে, প্রিয়া রে
প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া ও