menu-iconlogo
logo

Mon Vasaiya Premer Sampane

logo
Тексты

112307#120498

মন ভাসাইয়া প্রেমের সাম্পানে

মন থাকেরে তোমারে সন্ধানে

আগুন জ্বালাইয়া মনের লন্ঠনে

আছো লুকাইয়া তুমি কোন খানে

নয়নও ঘুরাইয়া খুজি,

তোমারে তোমারে

হ্যাঁ,অন্তর ও বিছাইয়া খুঁজি

তোমারে তোমারে

মন ভাসাইয়া প্রেমের সাম্পানে

মন থাকেরে তোমারে সন্ধানে

আগুন জ্বালাইয়া মনের লন্ঠনে

আছো লুকাইয়া তুমি কোন খানে

নয়নও ঘুরাইয়া খুজি,

তোমারে তোমারে

হেঁই,অন্তর ও বিছাইয়া খুঁজি

তোমারে তোমারে

112307#120498

আসমানে জমিনে

জমিনে আসমানে

পিরীতি যেমন ও করিয়া

আমাতে তোমাতে

পিরীতি পিরীতি

তেমনি জনম ও ভরিয়া

ও আসমানে জমিনে

জমিনে আসমানে

পিরীতি যেমন ও করিয়া

আমাতে তোমাতে

পিরীতি পিরীতি

তেমনি জনম ও ভরিয়া

আরে বৃক্ষে জড়ায় সবুজ লতা

বইসা ভাবি তোমার কথা

যায়রে মন্টা তোমার জোয়ারে

নয়নও ঘুরাইয়া খুজি,

তোমারে তোমারে

হাই,অন্তর ও বিছাইয়া খুঁজি

তোমারে তোমারে

112307#120498

দিবসে নিশীথে

চাই ভালোবাসিতে

কি যাদু তুমি যে করিলা

জাগিয়া জাগিয়া

স্বপনও দেখিয়া

হইলো যে অন্তর টা রঙ্গিলা

হাই,দিবসে নিশীথে

চাই ভালোবাসিতে

কি যাদু তুমি যে করিলা

জাগিয়া জাগিয়া

স্বপনও দেখিয়া

হইলো যে অন্তর টা রঙ্গিলা

আরে দুইটি কূলে হয় রে নদী

তুমি আমার হইতা যদি

ভাইসা যাইতাম সুখের জোয়ারে

নয়নও ঘুরাইয়া খুজি,

তোমারে তোমারে

হাঁ,অন্তর ও বিছাইয়া খুঁজি

তোমারে তোমারে

মন ভাসাইয়া প্রেমের সাম্পানে

মন থাকেরে তোমারে সন্ধানে

আগুন জ্বালাইয়া মনের লন্ঠনে

আছো লুকাইয়া তুমি কোন খানে

নয়নও ঘুরাইয়া খুজি,

তোমারে তোমারে

হেঁই,অন্তর ও বিছাইয়া খুঁজি

তোমারে তোমারে

হাঁ নয়নও ঘুরাইয়া খুজি,

তোমারে তোমারে.

----------------------------

=======================