menu-iconlogo
huatong
huatong
andrew-kishorejune-banerjee-o-piya-re-piya-cover-image

O Piya Re Piya ও পিয়া রে পিয়া

Andrew Kishore/June Banerjeehuatong
here2stayhuatong
Тексты
Записи
(M)..কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে

রেখে দে নয় তো দে উড়িয়ে

কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে

রেখে দে নয় তো দে উড়িয়ে

হো আমাদের প্রেমের পরোয়ানা জারি

হয়ে গেছে অনেক আগেই

ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে

ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে

ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে

ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে

(F)..এলো আলাপের দিন

কেনো আজ থাকিস দূরে

দিলো হাওয়া কি রঙিন

বেঁচেও তো থাকছে মরে

(M)..হো আমাদের মনের দেওয়া নেওয়া কবে

হয়ে গেছে অনেক আগেই

ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে

ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে

(F)..ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে

ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে

(F)..আসে উদাস এ সময়

তোকে মনে পড়ে রোজ

ভাসে না পাওয়ার ভয়

মনের অবস্থা টা বোঝ

(M)..হো আমাদের প্রেমের পরোয়ানা জারি

হয়ে গেছে অনেক আগেই

(MF)..ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে

ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে

ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে

ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে

Еще от Andrew Kishore/June Banerjee

Смотреть всеlogo

Тебе Может Понравиться