menu-iconlogo
huatong
huatong
andrew-kishorekanak-chapa-amay-duniya-theke-cover-image

Amay Duniya Theke

Andrew Kishore/Kanak Chapahuatong
rolinda_arnoldhuatong
Тексты
Записи
আমায় দুনিয়া থেকে চুরি করে

তোমার বুকের ভেতর রাখো ভরে

যেন কেউ জানে না আমি কোথায় আছি

এমন আপন করে নাও মোরে

আমায় দুনিয়া থেকে চুরি করে

তোমার বুকের ভেতর রাখো ভরে

যেন কেউ জানে না আমি কোথায় আছি

এমন আপন করে নাও মোরে

আমার দেহ-মাঝে মিশে যাও না তুমি

একই দেহ নিয়ে রবো তুমি আমি

আমার দেহ-মাঝে মিশে যাও না তুমি

একই দেহ নিয়ে রবো তুমি আমি

তুমি দূরে গেলে, ও বন্ধু আমার

ফুলের মতই যাবো যে ঝরে

আমায় দুনিয়া থেকে চুরি করে

তোমার বুকের ভেতর রাখো ভরে

যেন কেউ জানে না আমি কোথায় আছি

এমন আপন করে নাও মোরে

তোমায় দেখার দু'চোখ যেন তোমারই দান

বেঁচে আছি বুঝি নিয়ে তোমারই প্রাণ

তোমায় দেখার দু'চোখ যেন তোমারই দান

বেঁচে আছি বুঝি নিয়ে তোমারই প্রাণ

চিরদিনের তরে, ও বন্ধু আমার

বেঁধে রেখো তোমার প্রেমডোরে

আমায় দুনিয়া থেকে চুরি করে

তোমার বুকের ভেতর রাখো ভরে

যেন কেউ জানে না আমি কোথায় আছি

এমন আপন করে নাও মোরে

আমায় দুনিয়া থেকে চুরি করে

তোমার বুকের ভেতর রাখো ভরে

যেন কেউ জানে না আমি কোথায় আছি

এমন আপন করে নাও মোরে

Еще от Andrew Kishore/Kanak Chapa

Смотреть всеlogo

Тебе Может Понравиться