menu-iconlogo
logo

Shobari Mone Achhe

logo
avatar
Andrew Kishore/Kanak Chapalogo
✯͜͡Mozibur✯͜͡♻️🅑🅢🅐♻️logo
Пой в Приложении
Тексты
মেয়েঃ সবারই মনে আছে একটি আশা

প্রিয় জনের সাথে জীবনে বাধবে বাসা

ছেলেঃ সবারই মনে আছে একটি আশা

প্রিয় জনের সাথে জীবনে বাধবে বাসা

ছেলেঃ কিছু কিছু চোখ আছে স্বপ্ন দেখে

কিছু কিছু মন আছে ভালবাসে

মেয়েঃ কিছু কিছু চোখ আছে স্বপ্ন দেখে

কিছু কিছু মন আছে ভালবাসে

ছেলেঃ ভালবাসা দিতে চাই ভালবাসা নিতে চাই

এছাড়া নাই চাওয়া নাই

নাও খুজে নাও-নাও বুজে নাও

চোখেরই ভাষা...

মেয়েঃ সবারই মনে আছে একটি আশা

প্রিয় জনের সাথে জীবনে বাধবে বাসা

মেয়েঃ কারো কারো সুখ লাগে দুঃখ পেয়ে

কারো কারো রাত কাটে জেগে জেগে

ছেলেঃ কারো কারো সুখ লাগে দুঃখ পেয়ে

কারো কারো রাত কাটে জেগে জেগে

মেয়েঃ কাছে এলে কথা হয় দুরে গেলে ব্যাথা হয়

এভাবেই প্রেম বুজি হয়

দিন যত যায়-যায় বেড়ে যায়

প্রেমেরও নেশা...

ছেলেঃ সবারই মনে আছে একটি আশা

প্রিয় জনের সাথে জীবনে বাধবে বাসা

মেয়েঃ সবারই মনে আছে একটি আশা

প্রিয় জনের সাথে জীবনে বাধবে বাসা

Shobari Mone Achhe от Andrew Kishore/Kanak Chapa - Тексты & Каверы