menu-iconlogo
huatong
huatong
andrew-kishore-jodi-thake-nosibe-cover-image

যদি থাকে নসিবে - Jodi Thake Nosibe

Andrew Kishorehuatong
ℤⅈⅅℚᗅᝨᗅℛhuatong
Тексты
Записи
যদি থাকে নসিবে

আপনি আপনি আসিবে

যদি থাকে নসিবে,

আপনি আপনি আসিবে

জোর করে মন হরন করোনা করে ছলনা

এই যে ভীষণ যন্ত্রনা

যদি থাকে নসিবে,

আপনি আপনি আসিবে

যদি থাকে নসিবে,

আপনি আপনি আসিবে

জোর করে মন হরন করোনা করে ছলনা

এই যে ভীষণ যন্ত্রনা

আপন মন হয় যদি মনের মত...

মনে মন করে আকর্ষন

সেই মনে আর ঘুনে ধরে না, রে মন ধরে না

সেই মনে আর ঘুনে ধরে না

ভাল লাগলে ভালবেসে

কাছে বসে মুচকি হাসে

তাড়াইয়া দিলেও সরে না রে মন সরেনা

এই যে ভিষণ যন্ত্রনা

বেহায়া মনা, সামসুল হকে

আষাঢ় মশাল জ্বলে বুকে

অন্ত্রে যন্ত্রে করে সাধনা

রে মন মিলে না

অন্ত্রে যন্ত্রে করে সাধনা

মন চুরা হালিমশান

নিদয়া নিঠুর পাষান

আঁখি জলে মন টলেনা রে তাঁর টলেনা

এই যে ভিষন যন্ত্রনা

যদি থাকে নসিবে

আপনি আপনি আসিবে

জোর করে মন হরন করোনা করে ছলনা

এই যে ভিষন যন্ত্রনা

Еще от Andrew Kishore

Смотреть всеlogo

Тебе Может Понравиться