menu-iconlogo
huatong
huatong
andrew-kishore-bhalobeshe-gelam-shudhu-cover-image

Bhalobeshe Gelam Shudhu

Andrew Kishorehuatong
🌴🌴shydurrahman🌴🌴huatong
Тексты
Записи
ভালবেসে গেলাম শুধু

ভালবাসা পেলাম না

আশায় আশায় দিন যে গেল

আশা পূরণ হলো না

ভালবেসে গেলাম শুধু

ভালবাসা পেলাম না

আশায় আশায় দিন যে গেল

আশা পূরণ হলো না।

Arranged by Shydur Rahman

কারও আশার তরী হায় রে

পায় খুঁজে কিনারা

নিরাশারি আঁধার আমার

করে শুধু ইশারা

কারও আশার মালা খানি

কণ্ঠে তে শোভা পায়

আমার আশার ফুল গুলো সব

ঝরে ঝরে পরে যায়

কেন জানিনা আমি কেন জানিনা

ভালবেসে গেলাম শুধু

ভালবাসা পেলাম না

আশায় আশায় দিন যে গেল

আশা পূরণ হলো না।

Arranged by Shydur Rahman

চোখের কাছে সুখের পাখি

খাঁচায় ধরা দিলোনা

এতো কথা বুঝে পাখি

মনের কথা বুঝলনা

আপন করে ভাবলাম যারে

সেত দূরে সরে রয়

সেইনা ব্যথার বিষে হৃদয়

তিলে তিলে হয়রে ক্ষয়

এতো দিনে বুঝলাম আমি

কেউ কারও নয়

ভালবেসে গেলাম শুধু

ভালবাসা পেলাম না

আশায় আশায় দিন যে গেল

আশা পূরণ হলো না

ভালবেসে গেলাম শুধু

ভালবাসা পেলাম না

আশায় আশায় দিন যে গেল

আশা পূরণ হলো না

ভালবেসে গেলাম শুধু ।

Arranged by Shydur Rahman

Еще от Andrew Kishore

Смотреть всеlogo

Тебе Может Понравиться