menu-iconlogo
huatong
huatong
Тексты
Записи
যদি ধরো হাত

যদি হও সুজন

তেঁতুল পাতায় পেঁচারি দুজন

বৃষ্টি দিল ভোর

বৃষ্টি দিল গান

চোখে লাগলো ঘোর

মিষ্টি ইস্টিশন

উড়ে গেলে উড়ে যেও

এই তো বেশ

দূরে গেলে সেজে নিও

ছদ্মবেশ

জুড়ে গেল কাটাকুটি

আজ যখন...

প্রজাপতি, প্রজাপতি মন

ঘুরে গেলে ঘুরে যেও

Shortcut-এ

কুঁড়েঘর ভেজা বৃষ্টির ছাঁটে

নৌকাও আঁকা হলো আজ যখন

প্রজাপতি, প্রজাপতি মন

হারিয়ে গেল কেউ

রুমাল দিল গিঁট

হৃদয়মাঝারে ঢেউ

বিচিরি habit

ঘরের মধ্যে ঘর

জাহাজের deck

বসবে তার উপর

আমাদের ঠেক

উড়ে গেলে উড়ে যেও

এই তো বেশ

দূরে গেলে সেজে নিও

ছদ্মবেশ

জুড়ে গেল কাটাকুটি

আজ যখন...

প্রজাপতি, প্রজাপতি মন

ঘুরে গেলে ঘুরে যেও

Shortcut-এ

কুঁড়েঘর ভেজা বৃষ্টির ছাঁটে

নৌকা আঁকা হলো আজ যখন

প্রজাপতি, প্রজাপতি মন

পা পা রারা রা

পা পা রারা রা

তেঁতুল পাতা পেচারি দুজন

miss করেছে কেউ

রুমাল দেবে গিঁট

দুজনে বাঁচার

বিচিরি habit

Еще от Anindya Chatterjee/Shilpa Rao

Смотреть всеlogo

Тебе Может Понравиться