menu-iconlogo
logo

Bojhabo Ki Kore

logo
Тексты

বোঝাব কি করে তোকে কত আমি চাই

তোর কথা মনে এলে নিজেকে হারাই ।

তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি

তোকেই মাথায় করে বেঁচে আছি তাই

আজ চুরি চুরি মন , উরি উরি মন

ঘুরি ঘুরি মন ।

ও তিলে তিলে হল কি যে , গেলো ভিজে এ মন

আগে তো এ রাবণে ছিলনা কারন ।

তোর সাথে দেখা হলে কোন নিরালায়

নিজেকে উজার করে রেখে দে মাজায় ।

আজ চুরি চুরি মন , উরি উরি মন

ঘুরি ঘুরি মন ।

জেগে আছে দিন আর সেঝে আছে ঘর

শোনাতে আমায় তোর আসার খবর ।

উঠে যাবে চাঁদ আর ফুটে যাবে ফুল

মেলে দিলে চোখ তুই খুলে দিলে চুল ।

আজ চুরি চুরি মন , উরি উরি মন

ঘুরি ঘুরি মন ।

বোঝাব কি করে তোকে কত আমি চাই

তোর কথা মনে এলে নিজেকে হারাই

তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি

তোকেই মাথায় করে বেঁচে আছি তাই

আজ চুরি চুরি মন ,

উরি উরি মন , ঘুরি ঘুরি মন ।