menu-iconlogo
huatong
huatong
Тексты
Записи
মাটি খুঁড়ে পুঁতে রাখি আমার অনেক ভুল

কেউ দেখেনি ঘাসে হারানো তোমার খেলার পুতুল

মাটি খুঁড়ে পুঁতে রাখি আমার অনেক ভুল

কেউ দেখেনি ঘাসে হারানো তোমার কানের দুল

তাই খুঁজতেই কাটলো বেলা, ডুব-সাঁতার মন

চুরি করে নেওয়া সময় আমার উপার্জন

পা-মা-গা-রে-সা

মাটি খুঁড়ে-

খুলে দিলাম আজ

জলস্রোতের আওয়াজ

মনে পড়বে না

কত জন্মের কাজ

খুলে দিলাম আজ

জলস্রোতের আওয়াজ

মনে পড়বে না

কত জন্মের কাজ

বন্ধক থাক বিকেলগুলো, আকাশ ঘুড়িহীন

আমাদের এই ফেরার পথে মেলে ধোরো রঙিন

পা-মা-গা-রে-সা

মাটি খুঁড়ে পুঁতে রাখি আমার অনেক ভুল

মাটি খুঁড়ে-

পায়ে পায়ে আবার

বুড়ো শেকলের টান

তুমি শোনালে

সূর্যি ডোবার গান

পায়ে পায়ে আবার

বুড়ো শেকলের টান

তুমি শোনালে

সূর্যি ডোবার গান

সেই গানেই জানতে পারলাম অনুভূতি উভচর

কাগজ নৌকা ইতিহাস পাতা এখানেই উত্তর

পা-মা-গা-রে-সা

মাটি খুঁড়ে পুঁতে রাখি আমার অনেক ভুল

কেউ দেখেনি ঘাসে হারানো তোমার কানের দুল

মাটি খুঁড়ে-

মাটি খুঁড়ে-

মাটি খুঁড়ে-

Еще от Anupam Roy/Raghab Chatterjee

Смотреть всеlogo

Тебе Может Понравиться