menu-iconlogo
huatong
huatong
avatar

Bache Thakar Gaan

Anupam Royhuatong
স্বপ্নচারীhuatong
Тексты
Записи
যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা

জেনো কেড়ে নিতে দেবোনা

যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা

জেনো আমি ছাড়তে দেবোনা

যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা

জেনো কেড়ে নিতে দেবোনা

যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা

জেনো আমি ছাড়তে দেবোনা

আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ

আর আমি আমি জানি প্রতি রাতে হয়রানি, হারানো শব্দের খোঁজ

আর এভাবেই নরম বালিশে, তোমার ওই চোখের নালিশে

বেঁচে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান

আর এভাবেই মুখের চাদরে, পরিচিত হাতের আদরে

সুখে থাক রাতে পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান

যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি

তবু হেরে যেতে দেবোনা

যদি বেচে দিতে বলে শিকড়ে বাধা মাটি

জেনো আমি বেচতে দেবোনা

আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ

আর আমি আমি জানি প্রতি রাতে হয়রানি, হারানো শব্দের খোঁজ

আর এভাবেই নরম বালিশে, তোমার ওই চোখের মালিশে

বেঁচে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান

আর এভাবেই মুখের চাদরে, পরিচিত হাতের আদরে

বেঁচে থাক রাতে পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।

আর আমি আমি জানি জানি,

আমি আমি জানি জানি

Еще от Anupam Roy

Смотреть всеlogo

Тебе Может Понравиться

Bache Thakar Gaan от Anupam Roy - Тексты & Каверы