menu-iconlogo
huatong
huatong
apubristiarif-chupi-chupi-bolo-keo-cover-image

Chupi Chupi Bolo Keo

APU/Bristi/Arifhuatong
quisey_starhuatong
Тексты
Записи
চুপি চুপি বলো কেউ জেনে যাবে

জেনে যাবে কেউ জেনে যাবে

চুপি চুপি বলো কেউ জেনে যাবে

জেনে যাবে কেউ জেনে যাবে

ভয় করিনা যেন কোন কিছু

যদি তুমি আমি রই একসাথে।

চুপি চুপি বলো কেউ জেনে যাবে

জেনে যাবে কেউ জেনে যাবে।

চুপি চুপি বলো কেউ জেনে যাবে

জেনে যাবে কেউ জেনে যাবে।

যে যাই বলুক তুমি যে আমার

প্রেম করেছি ভয় কি গো তোমার।

যে যাই বলুক তুমি যে আমার

প্রেম করেছি ভয় কি গো তোমার।

কেউ দেখবে যে

ক্ষতি কি তাতে।

কেউ জানবে যে

জানে জানবে সে।

না হয় ঘুম রবে না আঁখিপাতে

যদি তুমি আমি রই একসাথে।

চুপি চুপি বলো কেউ জেনে যাবে

জেনে যাবে কেউ জেনে যাবে

চুপি চুপি বলো কেউ জেনে যাবে

জেনে যাবে কেউ জেনে যাবে

কথা নয় গো চোখে চোখে বলো

নইলে হবে সবই এলোমেলো

কথা নয় গো চোখে চোখে বলো

নইলে হবে সবই এলোমেলো।

অবুঝ মনা

কিছু বোঝ না

কথা মানো না

রাখো ছলনা।

আবার হবে দেখা কাল রাতে

যদি তুমি আমি রই একসাথে।

চুপি চুপি বলো কেউ জেনে যাবে

জেনে যাবে কেউ জেনে যাবে

চুপি চুপি বলো কেউ জেনে যাবে

জেনে যাবে কেউ জেনে যাবে

ভয় করিনা যেন কোন কিছু

যদি তুমি আমি রই একসাথে।

চুপি চুপি বলো কেউ জেনে যাবে

জেনে যাবে কেউ জেনে যাবে।

চুপি চুপি বলো কেউ জেনে যাবে

জেনে যাবে কেউ জেনে যাবে

চুপি চুপি বলো কেউ জেনে যাবে

জেনে যাবে কেউ জেনে যাবে।

Еще от APU/Bristi/Arif

Смотреть всеlogo

Тебе Может Понравиться