গানঃ একটু কাছে আসো
শিল্পীঃ ইমরান মাহমুদুল
Uploaded by ❤༺?AR.Rumi+Imu?༻
ID ---13372553409
গান রেকর্ড করার সময় হেডফোন সাউন্ড একটু কমিয়ে নিবেন।
ছেলেঃ} ওহো....ও… হো…....ও
একটু কাছে আসো, একটু ভালোবাসো।
অনুভবে, রাখো আমায়
মেয়েঃ} চোখে চোখ রাখো, স্বপ্ন ছুয়েঁ দেখো।
ভালোবাসা… দেব তোমায়
ছেলেঃ} এলোমেলো মেঘে বৃষ্টি হয়ে
ভিজিয়ে গেছো তুমি আমাকে
হৃদয়ের সব কথা ভাবি নিরবতায়।
মনে পড়ে শুধু তোমাকে
ওহো....ও… হো…....ও
Uploaded by ❤༺?AR.Rumi+Imu?༻
ID ---13372553409
যখনি প্রথম দেখেছি তোমাকে রুপেতে গেছি হারিয়ে
ও…মায়াবী স্বপনে নীরবে গোপনে
দিয়েছি দুহাত বাড়িয়ে
মেয়েঃ} ছড়ালে এ বুকের শহরে কি যাদু
আমি বোঝাতে পারিনা কিছুতেই নিজেকে
ছেলেঃ} এলোমেলো মেঘে বৃষ্টি হয়ে।
ভিজিয়ে গেছো তুমি আমাকে।
মেয়েঃ} হৃদয় সব কথা ভাবি নিরবতায়।
মনে পড়ে শুধু তোমাকে
ওহো....ও… হো…....ও
Uploaded by ❤༺?AR.Rumi+Imu?༻
ID ---13372553409
ছেলেঃ} কত যে আপন ভেবেছি তোমাকে।
বলবো বলো কি করে
ও… মনেরি গহীনে রেখেছি যতনে
সারাটা প্রহর ধরে।
মেয়েঃ} জড়ালে এ আমায় বলোনা কি সুখে।
জানো কি তোমারি জলেতে ভিজে কে।
দুজনেঃ} এলোমেলো মেঘে বৃষ্টি হয়ে।
ভিজিয়ে গেছো তুমি আমাকে।
হৃদয় সব কথা ভাবি নিরবতায়।
মনে পড়ে শুধু তোমাকে।
Uploaded by ❤༺?AR.Rumi+Imu?༻
ID ---13372553409