menu-iconlogo
huatong
huatong
avatar

Bhalobashi Tomay

Arfin Rumey/Nancyhuatong
redman4722000huatong
Тексты
Записи
চলে গিয়েও, তুমি রয়েছো

আমারই মাঝে

অশ্রু হয়ে ফিরে এসো

তুমি বারবার

যতো স্মৃতি আছে তোমার

সবই চিৎকার করে বলে

ভালবাসি তোমায়

ভালবাসি তোমায়

তোমাকে চাওয়ার আশা এমনই

যে তা বেড়েই যায়

এটাই বলি যন্ত্রনা যা শুধু

আমাকে কষ্ট দেয়

যতো স্মৃতি আছে তোমার

সবই চিৎকার করে বলে

ভালবাসি তোমায়

ভালবাসি তোমায়

তোমার স্মৃতি এতোই গভীর

যে আমার মন হারিয়ে যায়

আর তাই দু'চোখে অশ্রু

সান্তনা হয়ে ঝরে যায়

যতো স্মৃতি আছে তোমার

সবই চিৎকার করে বলে

ভালবাসি তোমায়

ভালবাসি তোমায়।

Еще от Arfin Rumey/Nancy

Смотреть всеlogo

Тебе Может Понравиться