menu-iconlogo
logo

তোমাকে খুজে পাই

logo
avatar
Arfin rumey/Porshilogo
✯͜͡Mozibur✯͜͡♻️🅑🅢🅐♻️logo
Пой в Приложении
Тексты
?মেয়েঃ তোমাকে খুঁজে পাই ঐ নীল আকাশে

পাই যে খুঁজে ঐ মিষ্টি বাতাসে।

তোমাকে খুজে পাই ঐ নীল আকাশে

পাই যে খুজে ঐ মিষ্টি বাতাসে।

?ছেলেঃ ও ও তোমায় ভালোবাসি আমি ভালোবাসি

পেতে চাই আরো কাছে, আরো কাছে

?মেয়েঃ খুঁজে খুঁজে দু'চোখ বুঝে

পাই তোমায় আরো কাছে,

?ছেলেঃ একই ডোরে বাধা দু'জন

থাকবো সারা জনম ধরে।

?মেয়েঃ খুজে খুজে দু চোখ বুঝে

পাই তোমায় আরো কাছে

?ছেলেঃ একই ডোরে বাধা দুজন

থাকবো সারা জনম ধরে

ওহো হো হো হো হো ..

ওহো হো হো হো হো ..

ওহো হো হো হো হো ..

ওহো হো হো হো হো ..

?মেয়েঃ ও ও কপালের ঐ টিপ চোখেরই কাজলে,

তোমাকে জড়িয়ে রাখবো প্রেমেরই আঁচলে।

?ছেলেঃ ও ও রংধনুর রঙে নয়, নয় ঝর্না ধারাতে

তোমার উপমা খুঁজি দু'চোখের তারাতে।

?মেয়েঃ খুঁজে খুঁজে দু'চোখ বুঝে

পাই তোমায় আরো কাছে,

?ছেলেঃ একই ডোরে বাধা দু'জন

থাকবো সারা জনম ধরে।

?মেয়েঃ খুজে খুজে দুচোখ বুঝে

পাই তোমায় আরো কাছে

?ছেলেঃ একই ডোরে বাধা দুজন

থাকবো সারা জনম ধরে।

?বাংলা সঙ্গীত একাডেমি?

?মেয়েঃ তুমি ফুল হয়ে সুরোভী ছড়ালে,

প্রেমেরই চাদরে হৃদয়ে জড়ালে।

?ছেলেঃ ও ও দাওনা তুমি দু'হাত বাড়িয়ে,

ভালোবেসে যেতে চাই তোমাতে হারিয়ে।

?মেয়েঃ খুঁজে খুঁজে দু'চোখ বুঝে

পাই তোমায় আরো কাছে,

?ছেলেঃ একই ডোরে বাধা দু'জন

থাকবো সারা জনম ধরে।

?মেয়েঃ খুজে খুজে দুচোখ বুঝে

পাই তোমায় আরো কাছে

?ছেলেঃ একই ডোরে বাধা দুজন

থাকবো সারা জনম ধরে।

তোমাকে খুজে পাই от Arfin rumey/Porshi - Тексты & Каверы