menu-iconlogo
huatong
huatong
avatar

Amare Chariya Re Bondhu Jaiona

Arfin Rumeyhuatong
forhad99huatong
Тексты
Записи
আমারে ছাড়িয়া রে বন্ধু যাইও না

তোমার লাইগা পরান কান্দে

ঘরে মন বসে না রে আমার

ঘরে মন বসে না

আমারে ছাড়িয়া রে বন্ধু যাইও না

তোমার লাইগা পরান কান্দে

ঘরে মন বসে না রে দয়াল

ঘরে মন বসে না

কোন বা দেশে থাকো রে তুমি

কেথায় তোমায় খুজি.....

.....

চোখ বান্দা বলদের মত দেশে দেশে ঘুড়ি

কোন বা দেশে থাকো রে তুমি

কেথায় তোমায় খুজি.....

চোখ বান্দা বলদের মত দেশে দেশে ঘুড়ি

তুমি ছাড়া আমার পরান বাচেনা

তোমার লাইগা পরান কান্দে

ঘরে মন বসে না রে দয়াল

ঘরে মন বসে না,

আমারে ছাড়িয়া রে বন্ধু যাইও না

তোমার লাইগা পরান কান্দে

ঘরে মন বসে না রে দয়াল

ঘরে মন বসে না

এত স্বাদের পিরিত রে বন্ধু

ভেঙ্গে দিবা যদি...

.....

পিরিতি শিকাইয়া আমায় কেন দিলা ফাকি

এত স্বাদের পিরিত রে বন্ধু

ভেঙ্গে দিবা যদি

পিরিতি শিকাইয়া আমায় কেন দিলা ফাকি

তুমি ছাড়া আমার জীবন বাচে না

তোমার লাইগা পরান কান্দে

ঘরে মন বসে না রে দয়াল

ঘরে মন বসে না

আমারে ছাড়িয়া রে বন্ধু যাইও না

তোমার লাইগা পরান কান্দে

ঘরে মন বসে না রে দয়াল

ঘরে মন বসে না

(¯ BDSS ¯)

Еще от Arfin Rumey

Смотреть всеlogo

Тебе Может Понравиться