menu-iconlogo
huatong
huatong
avatar

Papi Tapi Mon

Arfin rumeyhuatong
🇧🇩ANISULHUQE(আনিস)🇧🇩huatong
Тексты
Записи
Singer: Arfin Rumey

পাপী তাপী মন কাঁন্দে সারাক্ষন

কেমন কইরা পাই বো রে মুক্তি

কোন সে ঠিকানায় জান্নাত পাওয়া যায়

কে দেখাইব পথ মিলাইব যুক্তি।

ভুবন মসজিদে দয়াল মুর্সীদে

হাত তুইলাছি চাইয়া ভুলেরও ক্ষমা।

পুন্নী নাইরে আর শুধুই হাহাকার

খরচ সবই সুখ ছিল যা জমা (2)

হিসেবের খাতা শেষ হারাইল দরবেশ

পা বাড়াইল পাড়ী দিতে বাগ

জগৎ সংসার মায়া লুকাইয়া তার ছায়া

সংঙ্গী সাথি রাইখা সে আজ যাক।

পাপী তাপী মন কাঁন্দে সারাক্ষন

কেমন কইরা পাই বো রে মুক্তি

কোন সে ঠিকানায় জান্নাত পাওয়া যায়

কে দেখাইব পথ মিলাইব যুক্তি।

ভুবন মসজিদে দয়াল মুর্সীদে

হাত তুইলাছি চাইয়া ভুলেরও ক্ষমা।

পুন্নী নাইরে আর শুধুই হাহাকার

খরচ সবই সুখ ছিল যা জমা (2)

আল্লাহ দয়া কর হে আল্লাহ

প্রতি পদে রোজ মওলা তোমারই খোঁজ

চক্ষু মেইলা করি তবু হায়রে

কে জানে এর মানে কোন সে অবুঝ টানে

মেঘে মেঘে বেলা শুধু যায়রে।

পাপী তাপী মন কাঁন্দে সারাক্ষন

কেমন কইরা পাই বো রে মুক্তি

কোন সে ঠিকানায় জান্নাত পাওয়া যায়

কে দেখাইব পথ মিলাইব যুক্তি।

ভুবন মসজিদে দয়াল মুর্সীদে

হাত তুইলাছি চাইয়া ভুলেরও ক্ষমা।

পুন্নী নাইরে আর শুধুই হাহাকার

খরচ সবই সুখ ছিল যা জমা (2)

Еще от Arfin rumey

Смотреть всеlogo

Тебе Может Понравиться