menu-iconlogo
huatong
huatong
ark-ali-special-chole-jao-cover-image

Ali Special Chole Jao

ARKhuatong
🌷ALi_______🎹🎹ˢˢᴮ🌷huatong
Тексты
Записи
চলে যাও, বন্ধু, তুমি চলে যাও

হৃদয়ের বাঁধন ভেঙে দিয়ে!

ভেবো না, বাঁধা কোনো দেবো না

থেকে যাও নিজেকে নিয়ে।

দূরে রবো আমি

শুধু তোমার সুখ কামনায়,

স্মৃতি নিয়ে এ মন

আজীবন ভালোবাসবে তোমায়।

চলে যাও, বন্ধু, তুমি চলে যাও

হৃদয়ের বাঁধন ভেঙে দিয়ে!

ভেবো না, বাঁধা কোনো দেবো না

থেকে যাও নিজেকে নিয়ে।

এ জীবনে একবার

একজনকেই ভালোবাসা যায়,

কাঁচ-সম একটি হৃদয়

ভেঙে গেলে ভরে যায় অপূর্ণতায়।

এ জীবনে একবার

একজনকেই ভালোবাসা যায়,

কাঁচ-সম একটি হৃদয়

ভেঙে গেলে ভরে যায় অপূর্ণতায়।

চলে যাও, বন্ধু, তুমি চলে যাও

হৃদয়ের বাঁধন ভেঙে দিয়ে!

ভেবো না, বাঁধা কোনো দেবো না

থেকে যাও নিজেকে নিয়ে।

চলে যাও, বন্ধু, তুমি চলে যাও

হৃদয়ের বাঁধন ভেঙে দিয়ে!

দূরে রবো আমি

শুধু তোমার সুখ কামনায়,

স্মৃতি নিয়ে এ মন

আজীবন ভালোবাসবে তোমায়।

চলে যাও, বন্ধু, তুমি চলে যাও

হৃদয়ের বাঁধন ভেঙে দিয়ে!

ভেবো না, বাঁধা কোনো দেবো না

থেকে যাও নিজেকে নিয়ে।

Еще от ARK

Смотреть всеlogo

Тебе Может Понравиться