menu-iconlogo
huatong
huatong
avatar

নিজের জন্য Nijer jonno

Asheshuatong
deontetanhuatong
Тексты
Записи
আমিত অনেকদিন আকাশের তারা গুনিনা

আমিত এখন আর আমাকে খুজে পাইনা,

আমিত তোমাদের পথের কাটা হয়ে,

আচমকা ঘৃণার মাঝে বেচে থাকা দায়।

এই কটা দিন আমি বাচার জন্য বাচতে চাই না,

এই কটা নিঃশ্বাস ফুরালে যাব বিশ্বাস হয়না।

এই কটা দিন আমি বাচার জন্য বাচতে চাই না,

এই কটা নিঃশ্বাস ফুরালে যাব বিশ্বাস হয়না।

আমরা সবাই বন্ধু গ্রুপ

লাইক দিয়ে সাথে থাকুন

কি যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে,

কি যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে,

কি যে মায়া লাগে আমার

নিজের জন্য আহারে ।

আমিত ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে,.....

পাপের বন্ধনে থাকা শরল মানুষ,

টগবগে রক্ত বিপ্লবী নকশাল মন,.....

দুয়োর বন্ধ ফুরিয়ে গেছে.....

এই কটা দিন আমি বাচার জন্য বাচতে চাই না,

এই কটা নিঃশ্বাস ফুরালে যাব বিশ্বাস হয়না।

এই কটা দিন আমি বাচার জন্য বাচতে চাই না,

এই কটা নিঃশ্বাস ফুরালে যাব বিশ্বাস হয়না।

কি যে মায়া লাগে আমার

নিজের জন্য আহারে,...

কি যে মায়া লাগে আমার

নিজের জন্য আহারে,...

কি যে মায়া লাগে আমার

নিজের জন্য আহারে,...

কি যে মায়া লাগে আমার

নিজের জন্য আহারে,...

ধন্যবাদ

Еще от Ashes

Смотреть всеlogo

Тебе Может Понравиться

নিজের জন্য Nijer jonno от Ashes - Тексты & Каверы