menu-iconlogo
logo

এমনও তো প্রেম হয়

logo
avatar
Asif Akbarlogo
┏━⋆𒈞ᎪᎡᏆƑ💌ˢᵐˢ💌𒈞⋆━𒋨1logo
Пой в Приложении
Тексты
এমনতো প্রেম হয়

ও..চোখের জলে কথা কয়

এমনতো প্রেম হয়

ও..চোখের জলে কথা কয়

নিজে নিজে জ্বলে পুড়ে

ও..পাষাণে বাঁধে যে হৃদয়

এমনতো প্রেম হয়

ও..চোখের জলে কথা কয়

ও..ও…যা কিছু আমার ছিল,দিয়েছি তারে

ও..ও…ভালোবাসা চিরদিন এমনি করে

শত জ্বালা বুকে নিয়ে

ও..কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়

এমনতো প্রেম হয়

ও..চোখের জলে কথা কয়

ও..ও…ফুল ফোটে ঝরে যায়, এইতো রীতি

ও..ও…তবু কেন চিরদিন প্রেম-পিরিতি

শত ব্যথা সয়ে সয়ে

ও…ধূপশিখা হয়ে জেগে রয়

এমনতো প্রেম হয়

ও…চোখের জলে কথা কয়

এমনতো প্রেম হয়

ও…চোখের জলে কথা কয়

নিজে নিজে জ্বলে পুড়ে

ও…পাষাণে বাঁধে যে হৃদয়

এমনতো প্রেম হয়

ও…চোখের জলে কথা কয়

এমনতো প্রেম হয়

ও…চোখের জলে কথা কয়.

এমনও তো প্রেম হয় от Asif Akbar - Тексты & Каверы