menu-iconlogo
huatong
huatong
ayan-sarkarsayan-das-keno-piriti-baraila-re-bondhu-cover-image

Keno Piriti Baraila Re Bondhu

Ayan Sarkar/Sayan dashuatong
mysweets143huatong
Тексты
Записи
কেন পিরিতি বাড়াইলা রে, বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলা রে, বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেমনে রাখিবো তোর মন

কেমনে রাখিবো তোর মন

আমার আপন ঘরে বাঁধি রে, বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলা রে, বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলা রে, বন্ধু

ছেড়ে যাইবা যদি

পাড়া-পড়শী বাদী আমার

বাদী কালন নদী

আমার বাদী কালন নদী

পাড়া-পড়শী বাদী আমার

বাদী কালন নদী

আমার বাদী কালন নদী

মরম-জ্বালা সইতে নারি

মরম-জ্বালা সইতে নারি

দিবানিশি কান্দি রে, বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলা রে, বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলা রে, বন্ধু

ছেড়ে যাইবা যদি

কারে কী বলিবো আমি

নিজেই অপরাধী

আমি নিজেই অপরাধী

কারে কী বলিবো আমি

নিজেই অপরাধী

নিজেই অপরাধী

কেঁদে কেঁদে চোখের জলে

কেঁদে কেঁদে চোখের জলে

বহাইলাম নদী রে, বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলা রে, বন্ধু

ছেড়ে যাইবা যদি

তুমি ছেড়ে যাইবা যদি

Еще от Ayan Sarkar/Sayan das

Смотреть всеlogo

Тебе Может Понравиться