menu-iconlogo
huatong
huatong
avatar

Manush Vala Na

Ayon Chakladerhuatong
spalumbo3huatong
Тексты
Записи
তোর কি মনে আছে কারে দিসিলি তুই দিল

তারেই দেখে মুখের উপর লাগাস ঘরের খিল

তোর কি মনে আছে কারে দিসিলি তুই দিল

তারেই দেখে মুখের উপর লাগাস ঘরের খিল

সেই ঘরেতে সুখেই আছিস অন্য কারো সঙ্গে

অন্য কারো গন্ধ লেগে আছে রে তোর অঙ্গে

ভাবসিলাম তুই সাদাসিধে, মনডা কালা না

ঠইকা গিয়া বুঝলাম তুই মানুষ ভালা না

ভাবসিলাম তুই সাদাসিধে, মনডা কালা না

ঠইকা গিয়া বুঝলাম তুই মানুষ ভালা না

আমার সঙ্গে করলি যা তুই, তোর সঙ্গে তা হইলে

বুঝতি তখন কতখানি পরানডা যায় জ্বইলে

আমার সঙ্গে করলি যা তুই, তোর সঙ্গে তা হইলে

বুঝতি তখন কতখানি পরানডা যায় জ্বইলে

কাঁটার মালা

কাঁটার মালা ছিলি যে তুই, ফুলের মালা না

ভাবসিলাম তুই সাদাসিধে, মনডা কালা না

ঠইকা গিয়া বুঝলাম তুই মানুষ ভালা না

ভাবসিলাম তুই সাদাসিধে, মনডা কালা না

ঠইকা গিয়া বুঝলাম তুই মানুষ ভালা না

মানুষ হইয়া মানুষের মন লইয়া যারা খেলে

পোড়বে তারা জাহান্নামে ওই পাড়েতে গেলে

মানুষ হইয়া মানুষের মন লইয়া যারা খেলে

পুড়বে তারা জাহান্নামে ওই পাড়েতে গেলে

কাঁটার মালা

কাঁটার মালা ছিলি রে তুই, ফুলের মালা না

ভাবসিলাম তুই সাদাসিধে, মনডা কালা না

ঠইকা গিয়া বুঝলাম তুই মানুষ ভালা না

ভাবসিলাম তুই সাদাসিধে, মনডা কালা না

ঠইকা গিয়া বুঝলাম তুই মানুষ ভালা না

ভাবসিলাম তুই সাদাসিধে, মনডা কালা না

ঠইকা গিয়া বুঝলাম তুই মানুষ ভালা না

ভাবসিলাম তুই সাদাসিধে, মনডা কালা না

ঠইকা গিয়া বুঝলাম তুই মানুষ ভালা না

Еще от Ayon Chaklader

Смотреть всеlogo

Тебе Может Понравиться