menu-iconlogo
huatong
huatong
avatar

সুখেরই পৃথিবী সুখেরই অভিনয় Keo Sukhi Noi

Ayub Bachchuhuatong
nfennellhuatong
Тексты
Записи
সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়

শিল্পী: আইয়ুব বাচ্চু

এল আর বি

সুখেরই পৃথিবী,

সুখেরই অভিনয়

যত আড়াল রাখো,

আসলে কেউ সুখী নয়

সুখেরই পৃথিবী,

সুখেরই অভিনয়

যত আড়াল রাখো,

আসলে কেউ সুখী নয়

নিজ ভুবনে চির দুখী,

আসলে কেউ সুখী নয়

নিজ ভুবনে চির দুখী,

আসলে কেউ সুখী নয়

সুখেরই পৃথিবী,

সুখেরই অভিনয়

যত আড়াল রাখো,

আসলে কেউ সুখী নয়

তোমার দরজার ওপাশে একজন

ভাবছ সে সুখী মিথ্যে আয়োজন

নিজ ভুবনে চির দুখী,

আসলে কেউ সুখী নয়

নিজ ভুবনে চির দুখী,

আসলে কেউ সুখী নয়

সুখেরই পৃথিবী,

সুখেরই অভিনয়

যত আড়াল রাখো,

আসলে কেউ সুখী নয়

আশা দুরাশায় দুলছে কেনো মন

সুখের চাদরে জড়ানো প্রিয়জন

নিজ ভুবনে চির দুখী,

আসলে কেউ সুখী নয়

নিজ ভুবনে চির দুখী,

আসলে কেউ সুখী নয়

সুখেরই পৃথিবী,

সুখেরই অভিনয়

যত আড়াল রাখো,

আসলে কেউ সুখী নয়

সুখেরই পৃথিবী,

সুখেরই অভিনয়

যত আড়াল রাখো,

আসলে কেউ সুখী নয়

নিজ ভুবনে চির দুখী,

আসলে কেউ সুখী নয়

নিজ ভুবনে চির দুখী,

আসলে কেউ সুখী নয়

সুখেরই পৃথিবী,

সুখেরই অভিনয়

যত আড়াল রাখো,

আসলে কেউ সুখী নয়

Еще от Ayub Bachchu

Смотреть всеlogo

Тебе Может Понравиться