menu-iconlogo
huatong
huatong
avatar

Tara Vora Raate

Ayub Bachchuhuatong
shelleybrownehuatong
Тексты
Записи
শিল্পীঃ আইয়ুব বাচ্চু

ব্যান্ডঃ এলআরবি

সে তারা ভরা রাতে

আমি পারিনি বোঝাতে

তোমাকে আমার মনের ব্যাথা

তুমিতো বলেছ শুধু

তোমার সুখের কথা

তুমিতো বলেছ শুধু

তোমার সুখের কথা

সে তারা ভরা রাতে

আমি পারিনি বোঝাতে

তোমাকে আমার মনের ব্যাথা

আমি অনেক পথ ঘুরে

ক্ষয়ে ক্ষয়ে অন্ধকারে

তোমার পথের দেখা পেয়েছি....

আর হৃদয়ের মাঝে....

তোমায় কাছে আমি চেয়েছি

আজও হলোনা বলা

আমার না বলা কথা

সে তারা ভরা রাতে

আমি পারিনি বোঝাতে

তোমাকে আমার মনের ব্যাথা

আমি অনেক ব্যাথা সয়ে..

ছল ছল চোখের জ্বলে..

তোমার চলে যাওয়া দেখেছি....

আর রাতেরও আঁধারে

মনের দুঃখে আমি কেঁদেছি

আজও হলোনা... বলা

আমার না বলা কথা.....

সে তারা ভরা রাতে

আমি পারিনি বোঝাতে

তোমাকে আমার মনের ব্যাথা

তুমিতো বলেছ শুধু

তোমার সুখের কথা

তুমিতো বলেছ শুধু

তোমার সুখের কথা

সে তারা ভরা রাতে

আমি পারিনি বোঝাতে

তোমাকে আমার মনের ব্যাথা

Еще от Ayub Bachchu

Смотреть всеlogo

Тебе Может Понравиться