menu-iconlogo
huatong
huatong
avatar

অভিমানী তুমি কোথায় হারিয়ে গেছো

Azam Khanhuatong
mtaw76huatong
Тексты
Записи
Pop guru Azam Khan

memorial song

অভিমানী তুমি কোথায়

হারিয়ে গেছো..

তুমি তো বোঝাবে..

তুমি তো মানাবে..

তুমি তো বোঝাবে..

তুমি তো মানাবে..

অভিমানী তুমি কোথায়

হারিয়ে গেছো..

তুমি তো বোঝাবে..

তুমি তো মানাবে..

তুমি তো বোঝাবে..

তুমি তো মানাবে..

বহুদিন পরে দেখা হলো দুজনায়

অভিমান রেখনা, অভিমান রেখে

কি হবে বলো না..

তুমি কিছু বোঝো না

অভিমানী তুমি কোথায়

হারিয়ে গেছো..

তুমি তো বোঝাবে..

তুমি তো মানাবে..

তুমি তো বোঝাবে..

তুমি তো মানাবে..

তুমি কি মরে, রেখেছ বাসনায়

একবার বলো না..

এতোকাল ধরে,এ যে শুধু ছলনা

জানি ভালবাসনা,,

অভিমানী তুমি কোথায়

হারিয়ে গেছো..

তুমি তো বোঝাবে..

তুমি তো মানাবে..

তুমি তো বোঝাবে..

তুমি তো মানাবে..

অভিমানী তুমি কোথায়

হারিয়ে গেছো..

তুমি তো বোঝাবে..

তুমি তো মানাবে..

তুমি তো বোঝাবে..

তুমি তো মানাবে..

end

Еще от Azam Khan

Смотреть всеlogo

Тебе Может Понравиться