menu-iconlogo
huatong
huatong
avatar

কারো আপন হইতে পারলি না অন্তর (Original)

Babu Baparyihuatong
☞𓅓🔰RAFI_KD𓅓⚔⃟🇧🇩🅱🅰🅰🇧🇩huatong
Тексты
Записи
কারো, আপন হইতে পারলি না অন্তর

আমার ভালোবাসার শূন্য ভিটায়

কেউ বাঁধলো না ঘর

কারো, আপন হইতে পারলি না অন্তর

আমার ভালোবাসার শূন্য ভিটায়

কেউ বাঁধলো না ঘর

কারো, আপন হইতে পারলি না অন্তর

ব্যথা দেয়ার মানুষ আছে কথা দেয়ার নাই

আশার পাখি খাঁচায় বাইন্ধা আশায় দিন কাটাই

ব্যথা দেয়ার মানুষ আছে, কথা দেয়ার নাই

আশার পাখি খাঁচায় বাইন্ধা, আশায় দিন কাটাই

আমি কাঁদিতেও পারতাম যদি

চোখের জলে পাইতাম নদী

পাইলাম বালুচর

কারো, আপন হইতে পারলি না অন্তর

জ্বালা হইলো গলার মালা,অঙ্গার হইলো মন

বাহিরে বসন্ত আসে, ভিতরে শ্রাবণ

জ্বালা হইলো গলার মালা, অঙ্গার হইলো মন

বাহিরে বসন্ত আসে, ভিতরে শ্রাবণ

কেউ সোহাগেরি চন্দন দিয়া

ভালোবাসার বন্ধন দিয়া

নিলো না খবর

কারো আপন হইতে, পারলি না অন্তর

আমার ভালোবাসার শূন্য ভিটায়

কেউ বাঁধলো না ঘর

কারো, আপন হইতে, পারলি না অন্তর

Еще от Babu Baparyi

Смотреть всеlogo

Тебе Может Понравиться