menu-iconlogo
huatong
huatong
babul-supriyo-bolo-na-amay-tumi-cover-image

Bolo Na Amay Tumi

Babul Supriyohuatong
sierrac123huatong
Тексты
Записи
বলোনা আমায় তুমি হবে আমার চিরদিনই

বলোনা আমায় তুমি হবে আমার চিরদিনই

হুম হুম.... হুম.

বলোনা আমায় তুমি হবে আমার চিরদিনই

বলোনা আমায় তুমি হবে আমার চিরদিনই

বলোনা আমায় তুমি হবে আমার চিরদিনই

বলোনা আমায় তুমি হবে আমার চিরদিনই

এই কথা মনে রেখো

এই কথা মনে রেখো

ভুলো না কুনোদিনি

বলোনা আমায় তুমি হবে আমার চিরদিনই

বলোনা আমায় তুমি হবে আমার চিরদিনই

মনের কথা মুখে আজ কেনো আসে না

বলি বলি করেও কেনো বলা হলো না

হুম আমি জানি কি কথা মনে আছে লুকানো

সারাদিন গুণ গুণ করে দিন কাটানো

কেনো তবু তুমি বলো বুজেও বুঝনা

হুম. বলোনা আমায় তুমি হবে আমার চিরদিনই

হো বলোনা আমায় তুমি হবে আমার চিরদিনই

তুমার কথা মনে শুধু কেনো আসে যায়

তুমায় পেয়েও কাছে কেনো মন যে হারায়

আমিও একাকী ভেবে যাই সারাদিন

কি করে মিটাবো তুমার ও প্রেমের ঋণ

কাছে থেকো পাশে থেকো এ দিনটা ভুলোনা

হো বলোনা আমায় তুমি হবে আমার চিরদিনই

বলোনা আমায় তুমি হবে আমার চিরদিনই

এই কথা মনে রেখো

এই কথা মনে রেখো

ভুলোনা কুনো দিনই

বলোনা আমায় তুমি হবে আমার চিরদিনই

বলোনা আমায় তুমি হবে আমার চিরদিনই

Еще от Babul Supriyo

Смотреть всеlogo

Тебе Может Понравиться