সারা রাত ছিল স্বপ্নের রাত
কাল
সারা রাত ছিল স্বপ্নের রাত
সৃতির আকাশে যেনো
বহুদিন পর
মেঘ ভেঙ্গে উঠেছিল
পূর্নিমা চাঁদ
কাল
সারা রাত ছিল স্বপ্নের রাত
কাল
সারা রাত ছিল স্বপ্নের রাত
ঘুম ছিলো না
দুটি চোখের পাতায়
মন ছিলো তন্ময়
কথায় কথায়
ঘুম ছিলো না
দুটি চোখের পাতায়
মন ছিলো তন্ময়
কথায় কথায়
চাঁদ মুখে চাঁদ দেখে
কেটে গেলো রাত
কাল
সারা রাত ছিল স্বপ্নের রাত
সৃতির আকাশে যেনো
বহুদিন পর
মেঘ ভেঙ্গে উঠেছিল
পূর্নিমা চাঁদ
কাল
সারা রাত ছিল স্বপ্নের রাত
ঝড় ছিলো না
ভীরু স্বজন হাওয়ায়
সুখ ছিলো সারাক্ষণ
চাওয়া পাওয়ায়
ঝড় ছিলো না
ভীরু স্বজন হাওয়ায়
সুখ ছিলো সারাক্ষণ
চাওয়া পাওয়ায়
সাথী হয়ে কেউ ছিলো
হাতে রেখে হাত
কাল
সারা রাত ছিল স্বপ্নের রাত
কাল
সারা রাত ছিল স্বপ্নের রাত
সৃতির আকাশে যেনো
বহুদিন পর
মেঘ ভেঙ্গে উঠেছিল
পূর্নিমা চাঁদ
কাল
সারা রাত ছিল স্বপ্নের রাত
কাল
সারা রাত ছিল স্বপ্নের রাত