আগুনে পোড়ালেও অবশেষে থাকে
Room_____No_____774278
====?====
[M] আগুনে পোড়ালেও
অবশেষে থাকে কিছু ছাই
ও আগুনে পোড়ালেও
অবশেষে থাকে কিছু ছাই
এমন ভাবে পুড়ালে আমাকে তুমি
আমার তো শেষ বলে আর কিছু নাই
[F] ও আগুনে পোড়ালেও
অবশেষে থাকে কিছু ছাই
Room_____No_____774278
====?====
[M] নিঃসপ্রান এই দেহে প্রান ছিলো ততদিন
তোমারি প্রেমের ছোঁয়া ছিলো যতদিন
[F] নিঃসপ্রান এই দেহে প্রান ছিলো ততদিন
তোমারি প্রেমের ছোঁয়া ছিলো যতদিন
জানিনা কিসের ভুলে,
আমাকে বিরহে পুড়ে
মরণের কূলে আজ দিলে তুমি ঠাই
ও আগুনে পোড়ালেও
অবশেষে থাকে কিছু ছাই
Room_____No_____774278
====?====
[F] দুখের পরে নাকি সুখ আসে জীবনে
আমার এ দুখের দিন বাড়ে অকারণে
[M] দুঃখের পরে নাকি সুখ আসে জীবনে
আমার এ দুখের দিন বাড়ে অকারণে
তোমাকে পাওয়ার আশা
সে যেনো মিছে আশা
নিরাসার মাঝে আজ বেঁচে আছি তাই
ও আগুনে পোড়ালেও
অবশেষে থাকে কিছু ছাই
[F] এমন ভাবে পুড়ালে আমাকে তুমি
আমার তো শেষ বলে আর কিছু নাই
ও আগুনে পোড়ালেও
অবশেষে থাকে কিছু ছাই
ও আগুনে পোড়ালেও
অবশেষে থাকে কিছু ছাই
>> ধন্যবাদ সবাইকে <<
Like Comment & Share