menu-iconlogo
huatong
huatong
avatar

Ajhor Brishti - [অঝর বৃষ্টি]

Balamhuatong
forhad99huatong
Тексты
Записи
হুম আ আ হা আ আ হা আ হা

ভেজা সন্ধা অঝর বৃষ্টি

দূর আকাশে মেঘের প্রতিধ্বনি

বাদল ঘিরেছে আকাশ বইছে বাতাস

আড়ালে দাড়িয়ে তুমি আর আমি

হয়নি বলা কোনো কথা

শুধু রয়েছে অনুভূতি

হয়নি বলা কোনো কথা

শুধু রয়েছে অনুভূতি

হালকা আধার দিয়েছে ঘিরে

আবছা আলো নিয়েছে ছুয়ে

অল্প করে হোকনা সুরু

ভালবাসা এখনো ভীরু

হালকা আধার দিয়েছে ঘিরে

আবছা আলো নিয়েছে ছুয়ে

অল্প করে হোকনা সুরু

ভালবাসা এখনো ভীরু

হয়নি বলা কোনো কথা

শুধু রয়েছে অনুভূতি

হয়নি বলা কোনো কথা

শুধু রয়েছে অনুভূতি

ডাকছে সময় পিছু

বলবে কি মন কিছু

নিবিড়ে এই ভালবাসা

জোরালো কিছু আশা

ডাকছে সময় পিছু

বলবে কি মন কিছু

নিবিড়ে এই ভালবাসা

জোরালো কিছু আশা

হয়নি বলা কোনো কথা

শুধু রয়েছে অনুভূতি

হয়নি বলা কোনো কথা

শুধু রয়েছে অনুভূতি

ভেজা সন্ধা অঝর বৃষ্টি

দূর আকাশে মেঘের প্রতিধ্বনি

বাদল ঘিরেছে আকাশ বইছে বাতাস

আড়ালে দাড়িয়ে তুমি আর আমি

হয়নি বলা কোনো কথা

শুধু রয়েছে অনুভূতি

হয়নি বলা কোনো কথা

শুধু রয়েছে অনুভূতি

Еще от Balam

Смотреть всеlogo

Тебе Может Понравиться

Ajhor Brishti - [অঝর বৃষ্টি] от Balam - Тексты & Каверы