menu-iconlogo
huatong
huatong
avatar

Rongila Rongila Rongila Re |

Bangla Folk songhuatong
Badal♫RBFhuatong
Тексты
Записи
রঙিলা রঙিলা রঙিলা রে

আমারে ছাড়িয়ারে বন্ধু কই গেলা রে

রঙিলা রঙিলা রঙিলা রে

আমারে ছাড়িয়ারে বন্ধু কই গেলা রে

কই গেলা রে বন্ধু কই রইলা রে

কই গেলা রে বন্ধু কই রইলা রে

আমারে ছাড়িয়ারে বন্ধু কই গেলা রে

রঙিলা রঙিলা রঙিলা রে..

আমারে ছাড়িয়ারে বন্ধু কই গেলা রে...

তুমি হইও চান্দ রে বন্ধু আমি গাঙের পানি..

জোয়ারে ভাটাতে হবে নিতুই জানাজানিরে..

নিতুই জানাজানি

তুমি হইও ফুল বন্ধু আমি হবো হাওয়া.....

দেশ বিদেশে ফিরবো আমি হইয়া পাগেলা রে

হইয়া পাগেলা

কই গেলা রে বন্ধু কই রইলা রে..

আমারে ছাড়িয়ারে বন্ধু কই গেলা রে

রঙিলা রঙিলা রঙিলা রে..

আমারে ছাড়িয়ারে বন্ধু কই..গেলা রে।

সেকালে কইছিলারে বন্ধু হস্ত দিয়া মাথে..

তোমার মালার ফুল হইয়া ফুইটা রব সাথে রে

ফুইটা রব সাথে,

খালি কণ্ঠ খালি রইল না পরিলাম মালা

না আইলো মোর প্রাণের পতি

ডুইবা গেলো বেলা রে

ডুইবা গেলো বেলা,

কই গেলা রে বন্ধু কই রইলা রে

কই গেলা রে বন্ধু কই রইলা রে

আমারে ছাড়িয়ারে বন্ধু কই গেলা রে

রঙিলা রঙিলা রঙিলা রে

আমারে ছাড়িয়ারে বন্ধু কই গেলা রে।

Еще от Bangla Folk song

Смотреть всеlogo

Тебе Может Понравиться

Rongila Rongila Rongila Re | от Bangla Folk song - Тексты & Каверы