🇧🇩 🅱angla 🇬aner pakhi 🇧🇩
Md. Azizul Haque
129684
MONER MAJHE TUMI
SONG=PREMI O PREMI
🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
ছেলে - প্রেমী ও প্রেমী
দেখা দিলে তুমি
আমার মনের আশায় ভালোবাসা
সত্যি হলো
মেয়ে - প্রেমী ও প্রেমী
কাছে এলে তুমি
আমার মনের আশায় ভালোবাসা
সত্যি হলো
ছেলে - মনের মাঝে তুমি
মনের মাঝে তুমি
মনের মাঝে তুমি
এ মনের মাঝে তুমি
মেয়ে- হে হে হে ....
ছেলে - হে হে হে ....
মেয়ে - হে হে হে ....
🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
ছেলে - জানিনা কিভাবে রঙ্গিন
হলো যে আশা
দুজনের মিতালী রয়েছে ভালোবাসা
মেয়ে - কি করে দুজনের
স্বপ্ন যে মিলে গেলো
চেনা এই পৃথিবী
দেখি যে নতুন হলো
ছেলে - যতো কথা বলি হয় কবিতা
ভালো লাগে জীবনের ছবিটা
মেয়ে - সুরে সুরে কথা গান হয়ে যায়
সব কিছু আজ মন ছুঁয়ে যায়
ছেলে - নিজে কে লাগে
না যে আর একা ....
মেয়ে - প্রেমী ও প্রেমী
কাছে এলে তুমি
আমার মনের আশায় ভালোবাসা
সত্যি হলো
ছেলে - প্রেমী ও প্রেমী
দেখা দিলে তুমি
আমার মনের আশায় ভালোবাসা
সত্যি হল
🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
ছেলে - কতো যে রজনী
জেগেছি তোমার আশায়
মন এবার জাগবে রাত
তোমারই ভালোবাসায়
মেয়ে - যাবো না দূরে আর
তোমাকে কথা দিলাম
জীবনের এই পথে
দুজনে সাথী হলাম
ছেলে - তোমাকে আমি আরও কাছে চাই
দুজনে এসো এক হয়ে যাই
মেয়ে - সেই মধু রাত আর দূরে নেই
এসো দিন গুনি আজ দুজনে
ছেলে - কবে সেই রজনী দেবে দেখা....
মেয়ে - প্রেমী ও প্রেমী
কাছে এলে তুমি
আমার মনের আশায় ভালোবাসা
সত্যি হলো
ছেলে - প্রেমী ও প্রেমী
দেখা দিলে তুমি
আমার মনের আশায় ভালোবাসা
সত্যি হলো
মনের মাঝে তুমি
মনের মাঝে তুমি
মনের মাঝে তুমি
এ মনের মাঝে তুমি
মেয়ে হে হে হে ....
ছেলে - হে হে হে ....
মেয়ে - হে হে হে ....
🇧🇩 🅱angla 🇬aner pakhi 🇧🇩
Md. Azizul Haque
129684