menu-iconlogo
huatong
huatong
avatar

মাহে রমজান এলো বছর ঘুরে Mahe Ramjan Elo

Bangla Islamic Gazalhuatong
pappasantihuatong
Тексты
Записи
বিসমিল্লাহির রাহমানির রাহিম

মাহে রমজান এলো বছর ঘুরে

মুমিন মোসলমান এর দ্বারে দ্বারে

মাহে রমজান এলো বছর ঘুরে

মুমিন মোসলমান এর দ্বারে দ্বারে

রহমতেরই বানী নিয়ে

মাগফিরাত এর পয়গাম নিয়ে

রহমতেরই বানী নিয়ে

মাগফিরাত এর পয়গাম নিয়ে

এলো সবার মাঝে আবার ফিরে

মাহে রমজান এলো বছর ঘুরে

মুমিন মোসলমান এর দ্বারে দ্বারে

মাহে রমজান এলো বছর ঘুরে

মুমিন মোসলমান এর দ্বারে দ্বারে

গুনাহ মাফের এইতো সুযোগ

খুদার প্রিয় হবার এইতো সুযোগ

গুনাহ মাফের এইতো সুযোগ

খুদার প্রিয় হবার এইতো সুযোগ

এই সুযোগে নাওগো তুমি

খুদার রঙ্গে জীবন রঙ্গিন করে

এই সুযোগে নাওগো তুমি

খুদার রঙ্গে জীবন রঙ্গিন করে

মাহে রমজান এলো বছর ঘুরে

মুমিন মোসলমান এর দ্বারে দ্বারে

মাহে রমজান এলো বছর ঘুরে

মুমিন মোসলমান এর দ্বারে দ্বারে

পাপী তাপী আয়রে ছুটে

খুদার রহম তোরা নেয়রে লুটে

পাপী তাপী আয়রে ছুটে

খুদার রহম তোরা নেয়রে লুটে

পাহাড় সমান গুনার বোজা

দেবেন রহিম সবই ক্ষমা করে

পাহাড় সমান গুনার বোজা

দেবেন রহিম সবই ক্ষমা করে

মাহে রমজান এলো বছর ঘুরে

মুমিন মোসলমান এর দ্বারে দ্বারে

মাহে রমজান এলো বছর ঘুরে

মুমিন মোসলমান এর দ্বারে দ্বারে

রহমতেরই বানী নিয়ে

মাগফিরাত এর পয়গাম নিয়ে

রহমতেরই বানী নিয়ে

মাগফিরাত এর পয়গাম নিয়ে

এলো সবার মাঝে আবার ফিরে

মাহে রমজান এলো বছর ঘুরে

মুমিন মোসলমান এর দ্বারে দ্বারে

মাহে রমজান এলো বছর ঘুরে

মুমিন মোসলমান এর দ্বারে দ্বারে

মুমিন মোসলমান এর দ্বারে দ্বারে

মুমিন মোসলমান এর দ্বারে দ্বারে

THANK YOU

Еще от Bangla Islamic Gazal

Смотреть всеlogo

Тебе Может Понравиться