menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Amar Nayan Go

Bapi lahiri/Asha Bhonslehuatong
mjones_starhuatong
Тексты
Записи
তুমি আমার নয়ন গো, যে নয়নে দেখি গো,

আমি সে নয়নের মনি

স্বপ্ন নিয়ে থাকি,

তুমি আমার জীবন গো

যে জিবনে বাঁচি গো

আমি সে জিবনের হৃদয়

তোমার মাযেই আছি,

নয়ন

মনি

নয়ন

মনি

তুমি আমার নয়ন গো

যে নয়নে দেখি গো,

আমি সে নয়নের মনি

স্বপ্ন নিয়ে থাকি

নয়ন

মনি

নয়ন

মনি

অা..অা..অা

গানে তোমায় বেঁধেছি,

সুর দিয়ে সেধেছি,

গানে তোমায় বেঁধেছি

সুর দিয়ে সেধেছি ও ও

তোমায় কাছে পেয়েছি

তোমারই গান গেয়েছি

ভালোবাসি এ কথাটা

নয়কো আমার ফাকি গো ,

তুমি আমার নয়ন গো

যে নয়নে দেখি গো,

আমি সে নয়নের মনি

স্বপ্ন নিয়ে থাকি,

নয়ন

মনি

নয়ন

মনি,

সুখের স্রতে ভেসেছি

তোমার কুলে এসেছি,

সুখের স্রতে ভেসেছি,

তোমার কুলে এসে

তোমায় আপন করেছি,

মন দিয়ে মন ভরেছি

অনূরাগে এই ছবি

তাইতো আমি আঁকি গো,

তুমি আমার নয়ন গো

যে নয়নে দেখি গো,

আমি সে নয়নের মনি

স্বপ্ন নিয়ে থাকি,

তুমি আমার জীবন গো,

যে জিবনে বাঁচি গো,

আমি সে জিবনের হৃদয়,

তোমার মাযেই আছি,

নয়ন

মনি

নয়ন

মনি,

অা..অা..অা

Еще от Bapi lahiri/Asha Bhonsle

Смотреть всеlogo

Тебе Может Понравиться