menu-iconlogo
huatong
huatong
bappa-mazumder-pori-cover-image

Pori

Bappa Mazumderhuatong
sharee_douglashuatong
Тексты
Записи
আজ তোমার মন খারাপ মেয়ে

তুমি আনমনে বসে আছো

আকাশ পানে দৃষ্টি উদাস

আমি তোমার জন্য এনে দেবো

মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া

সে হাওয়ায় ভেসে যাবে তুমি

সে হাওয়ায় ভেসে যাবে তুমি

আজ তোমার মন খারাপ মেয়ে

তুমি আনমনে বসে আছো

আকাশ পানে দৃষ্টি উদাস

আমি তোমার জন্য এনে দেবো

মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া

সে হাওয়ায় ভেসে যাবে তুমি

সে হাওয়ায় ভেসে যাবে তুমি

আজ তোমার চোখের কোণে জল

বৃষ্টি অবিরাম কাঁদে

তোমার সাথে সাথে

(তোমার সাথে সাথে)

আমার পথে পথে

(আমার পথে পথে)

আজ তোমার চোখের কোণে জল

বৃষ্টি অবিরাম কাঁদে

তোমার সাথে সাথে

(তোমার সাথে সাথে)

আমার পথে পথে

(আমার পথে পথে)

আমি তোমার জন্য এনে দেবো

রোদেলা সে ক্ষণ

পাখিকে করে দেব তোমার আপনজন

পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে

পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে

আজ তোমার জোছনা হারায় আলো

প্রজাপতির ডানায় বিষাদ করে ভর

যখন তখন

(যখন তখন)

বিষাদ করে ভর

(বিষাদ করে ভর)

আজ তোমার জোছনা হারায় আলো

প্রজাপতির ডানায় বিষাদ করে ভর

যখন তখন

(যখন তখন)

বিষাদ করে ভর

(বিষাদ করে ভর)

আমি তোমার জন্য এনে দেব

অঝোর শ্রাবণ

আকাশ ছোঁয়া জলে জোছনা

পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে

পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে

আজ তোমার মন খারাপ মেয়ে

তুমি আনমনে বসে আছো

আকাশ পানে দৃষ্টি উদাস

আমি তোমার জন্য এনে দেবো

মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া

সে হাওয়ায় ভেসে যাবে তুমি

সে হাওয়ায় ভেসে যাবে তুমি

সে হাওয়ায়...

Еще от Bappa Mazumder

Смотреть всеlogo

Тебе Может Понравиться