menu-iconlogo
huatong
huatong
bari-siddiqui--cover-image

সোনা বন্ধে আমারে পাগল করিল

Bari Siddiquihuatong
chupechupehuatong
Тексты
Записи
সোনা বন্ধে আমারে

সোনা বন্ধে আমারে, দিওয়ানা বানাইলো

সোনা বন্ধে আমারে, পাগল করিলো

না জানি কি মন্র পরে জাদু করিল

সোনা বন্ধে

ও সোনা বন্ধে আমারে, দিওয়ানা বানাইলো

সোনা বন্ধে আমারে, পাগল করিলো

রুপের ঝলক দেইখা তার, আমি হইলাম ফানা

রুপের ঝলক দেইখা তার, আমি হইলাম ফানা

সে অবধি লাগলো আমার, শ্যাম পিরিতের টানা

সে অবধি লাগলো আমার, শ্যাম পিরিতের টানা

সোনা বন্ধে

ও সোনা বন্ধে আমারে, দিওয়ানা বানাইলো

সোনা বন্ধে আমারে, পাগল করিলো

হাসন রাজা হইল পাগল, লোকের হইল জানা

হাসন রাজা হইল পাগল, লোকের হইল জানা

নাচে নাচে ফালায় ফালায়, আর গায় গানা

আরে নাচে নাচে ফালায়, ফালায় আর গায় গানা

সোনা বন্ধে

ও সোনা বন্ধে আমারে, দিওয়ানা বানাইলো

সোনা বন্ধে আমারে, পাগল করিলো

মুখ চাহিয়া হাঁসে আমার, যত আরি পারি

মুখ চাহিয়া হাঁসে আমার, যত আরি পারি

দেখিয়াছি বন্ধের রুপ, ভুলিতে না পারি

আরে দেখিয়াছি বন্ধের রুপ, ভুলিতে না পারি

সোনা বন্ধে

ওসোনা বন্ধে আমারে, দিওয়ানা বানাইলো

সোনা বন্ধে আমারে, পাগল করিলো

না জানি কি মন্র পরে, জাদু করিল

সোনা বন্ধে

ও সোনা বন্ধে আমারে, দিওয়ানা বানাইলো

সোনা বন্ধে আমারে, পাগল করিলো।

Thanks you

Еще от Bari Siddiqui

Смотреть всеlogo

Тебе Может Понравиться