menu-iconlogo
huatong
huatong
avatar

শোন শোনগো কন্যা

bengali songhuatong
mspeikaipalmerhuatong
Тексты
Записи
গানঃ শোন শোনগো কন্যা

শিল্পীঃশরীফ উদ্দীন

আপলোড করেছেন

মামুন আকাশ ফ্যামিলি

শোন শোনগো কন্যা

রুপের ও বন্যা

কোথাও যাও

হাতে নিয়া মালা,

শোন শোনগো কন্যা

রুপের ও বন্যা

কোথাও যাও

হাতে নিয়া মালা,

তোমার প্রেম পড়েছে

এক পাঞ্জাবি ওয়ালা

তোমার প্রেম পড়েছে

এক পাঞ্জাবি ওয়ালা।

শোন শোনগো কন্যা

রুপের ও বন্যা

কোথাও যাও

হাতে নিয়া মালা,

শোন শোনগো কন্যা

রুপের ও বন্যা

কোথাও যাও

হাতে নিয়া মালা,

তোমার প্রেম পড়েছে

এক পাঞ্জাবি ওয়ালা

তোমার প্রেম পড়েছে

এক পাঞ্জাবি ওয়ালা।

শোন শোন গো কন্যা

রুপের ও বন্যা

কোথায় যাও

হাতে নিয়া মালা,

শোন শোন গো কন্যা

রুপের ও বন্যা

কোথায় যাও

হাতে নিয়া মালা।।

পাঞ্জাবির পকটে

আছে অনেক টাকা

মনে চাইলে যাইতে পারো

আমার সাথে ঢাকা,

পাঞ্জাবির পকটে

আছে অনেক টাকা

মনে চাইলে যাইতে পারো

আমার সাথে ঢাকা,

তুৃমি তো মানুষ না

আকাশের নীল পরি

প্রাণে যে বাঁচি না

কি যে করি...

তুৃমি তো মানুষ না

আকাশের নীল পরি

প্রাণে যে বাঁচি না

কি যে করি...

তোমায় দেখলে বাড়ে

আমার বুকের ও জ্বালা

তোমায় দেখলে বাড়ে

আমার বুকের ও জ্বালা।

শোন শোন গো কন্যা

রুপের ও বন্যা

কোথায় যাও

হাতে নিয়া মালা,

শোন শোন গো কন্যা

রুপের ও বন্যা

কোথায় যাও

হাতে নিয়া মালা।।

তোমারো বাগানে

ফুটে যে যৌবনের ফুল

ফুলের গন্ধে মন আনন্দে

ভ্রমর হয় আকুল,

তোমারো বাগানে

ফুটে যে যৌবনের ফুল

ফুলের গন্ধে মন আনন্দে

ভ্রমর হয় আকুল,

ভ্রমরের দোষ কি

যদি সে সুযোগ পায়

উইরা উইরা ফুলের মধু খায়

ভ্রমরের দোষ কি

যদি সে সুযোগ পায়

উইরা উইরা ফুলের মধু খায়

রসের ভারে ভাঙ্গে

না যে গাছের ও ডালা...

রসের ভারে ভাঙ্গে

না যে গাছের ও ডালা...

শোন শোন গো কন্যা

রুপের ও বন্যা

কোথায় যাও

হাতে নিয়া মালা,

শোন শোন গো কন্যা

রুপের ও বন্যা

কোথায় যাও

হাতে নিয়া মালা।।

তোমাকে দেখেছে

একদিন আমার মায়

এমন একটি লক্ষী মেয়ে

বউ বানাইতে চায়

তোমাকে দেখেছে

একদিন আমার মায়

এমন একটি লক্ষী মেয়ে

বউ বানাইতে চায়,

কবে যে যাইবা তুমি

আমাদের ঢাকার বাড়ি

পিন্দিইয়া নতুন

একখান লাল শাড়ি

কবে যে যাইবা তুমি

আমাদের ঢাকার বাড়ি

পিন্দিইয়া নতুন

একখান লাল শাড়ি

জোড়া মিলাইয়া দিছে

ঐ উপর ওয়ালা...

জোড়া মিলাইয়া দিছে

ঐ উপর ওয়ালা...

শোন শোনগো কন্যা

রুপের ও বন্যা

কোথাও যাও

হাতে নিয়া মালা,

তোমার প্রেম পড়েছে

এক পাঞ্জাবি ওয়ালা

তোমার প্রেম পড়েছে

এক পাঞ্জাবি ওয়ালা।

শোন শোনগো কন্যা

রুপের ও বন্যা

কোথাও যাও

হাতে নিয়া মালা,

ধন্যবাদ সবাইকে

Еще от bengali song

Смотреть всеlogo

Тебе Может Понравиться