menu-iconlogo
huatong
huatong
avatar

Baranday Roddur

Bhoomihuatong
stef-brenhuatong
Тексты
Записи
বারান্দায় রোদ্দুর

আমি আরাম কেদারায় বসে দু’পা নাচাইরে

বারান্দায় রোদ্দুর

আমি আরাম কেদারায় বসে দু’পা নাচাইরে

গরম চায় চুমুক দিই

আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা ওল্টাইরে

কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি

কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি

দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই

তোমার দেখা নাইরে তোমার দেখা নাই

তোমার দেখা নাইরে তোমার দেখা নাই

তোমার দেখা নাইরে তোমার দেখা নাই

তোমার দেখা নাইরে তোমার দেখা নাই

চতুর্দিক আগোছাল

আমার কাজের লোক ডুব মেরেছে ধূলো বাড়িময়

চতুর্দিক আগোছাল

আমার কাজের লোক ডুব মেরেছে ধূলো বাড়িময়

ঘড়র ঘড় ফ্যানের ব্লেড

আমার ঘুলঘুলিতে চড়াই বসে

যাত্রা শোনায় রে

কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি

কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি

দুধওয়ালার গোফে মাছি তোমার দেখা নাই

তোমার দেখা নাইরে তোমার দেখা নাই

তোমার দেখা নাইরে তোমার দেখা নাই

তোমার দেখা নাইরে তোমার দেখা নাই

তোমার দেখা নাইরে তোমার দেখা নাই

টেবিলে মানিপ্লান্ট

শুধু মানির দেখা নাইগো আমার ফক্কা পকেট রে

টেবিলে মানিপ্লান্ট

শুধু মানির দেখা নাইগো আমার ফক্কা পকেট রে

বারান্দায় রোদ্দুর

আমি আরাম কেদারায় বসে দু পা নাচাই রে

কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি

কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি

সেলসম্যান টাই গোছায় তোমায় দেখা নাই

তোমার দেখা নাইরে তোমার দেখা নাই

তোমার দেখা নাইরে তোমার দেখা নাই

তোমার দেখা নাইরে তোমার দেখা নাই

তোমার দেখা নাইরে তোমার দেখা নাই

Еще от Bhoomi

Смотреть всеlogo

Тебе Может Понравиться