menu-iconlogo
huatong
huatong
bikram-singh-aaj-jemon-kore-cover-image

Aaj Jemon Kore

Bikram Singhhuatong
ramonherronhuatong
Тексты
Записи
আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও গো

আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও গো

আজ যেমন করে চাইছে আকাশ তেমনি করে চাও গো

আজ যেমন করে-

আজ হাওয়া যেমন পাতায় পাতায় মর্মরিয়া বনকে কাঁদায়

হাওয়া যেমন পাতায় পাতায় মর্মরিয়া বনকে কাঁদায়

তেমনি আমার বুকের মাঝে

তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাও গো

আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও গো

আজ যেমন করে চাইছে আকাশ তেমনি করে চাও গো

আজ যেমন করে-

Еще от Bikram Singh

Смотреть всеlogo

Тебе Может Понравиться