আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও গো
আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও গো
আজ যেমন করে চাইছে আকাশ তেমনি করে চাও গো
আজ যেমন করে-
আজ হাওয়া যেমন পাতায় পাতায় মর্মরিয়া বনকে কাঁদায়
হাওয়া যেমন পাতায় পাতায় মর্মরিয়া বনকে কাঁদায়
তেমনি আমার বুকের মাঝে
তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাও গো
আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও গো
আজ যেমন করে চাইছে আকাশ তেমনি করে চাও গো
আজ যেমন করে-