menu-iconlogo
huatong
huatong
avatar

Valobashi hoyni bola

Bilal Khanhuatong
schram19huatong
Тексты
Записи

NAZRULSR

ভালবাসি হয়নি বলা তবুও ভালবাসি

পাশাপাশি হয়নি চলা তবুও পাশাপাশি

তোমায় নিয়ে ফুলে ফুলে

সপ্ন উড়াই আকাশ নীলে

তোমাতে বিবর থাকি

আমি বারমাসি।

ভালবাসি হয়নি বলা তবুও ভালবাসি

পাশাপাশি হয়নি চলা তবুও পাশাপাশি

NAZRULSR

সূর্য হয়ে ছড়াও তুমি

মিস্টি রোদের আলো

এক নিমিষে দাও সরিয়ে

আমার আধার কালো

সূর্য হয়ে ছড়াও তুমি

মিস্টি রোদের আলো

এক নিমিষে দাও সরিয়ে

আমার আধার কালো

দুঃখ গুলো তোমার ছোঁয়ায় হয় যে পরবাসী

ভালবাসি হয়নি বলা তবুও ভালবাসি

পাশাপাশি হয়নি চলা তবুও পাশাপাশি

হে হে হে হে হেহে ....

হে হে হে হে হেহে..

একটু শীতল ছায়া তুমি

ক্লান্ত পথের শেষে

হাত বাড়িয়ে ডাক আমায় ঘুম পাড়ানির দেশে

একটু শীতল ছায়া তুমি

ক্লান্ত পথের শেষে

হাত বাড়িয়ে ডাক আমায় ঘুম পাড়ানির দেশে

তুমি আছ দুই চোখে তাই স্বপ্ন রাশি রাশি

ভালবাসি হয়নি বলা তবুও ভালবাসি

পাশাপাশি হয়নি চলা তবুও পাশাপাশি

তোমায় নিয়ে ফুলে ফুলে

সপ্ন উড়াই আকাশ নীলে

তোমাতে বিবর থাকি

আমি বারমাসি।

ভালবাসি হয়নি বলা তবুও ভালবাসি

পাশাপাশি হয়নি চলা তবুও পাশাপাশি

NAZRULSR

সমাপ্ত

Еще от Bilal Khan

Смотреть всеlogo

Тебе Может Понравиться