menu-iconlogo
huatong
huatong
avatar

Ei bukete kosto

Biplobhuatong
scorpio_1026huatong
Тексты
Записи
হে হে হে হে হে... মাটি

এই বুকেতে কষ্ট আছে

আছে শুধু জালা জালা জালা

ও আমার গল্প শুধু আমি জানি

যায় না তো বলা বলা বলা

যেন চ্যত্রি রোদে পুরে জীবন আমাার

আসে না সুখের বৃষ্টি

মাটি এই মাটি,মাটি এই মাটি..

জন্ম নিয়ে পৃথিবীতে

ঠুকর খেলাম সারা বেলা

ও আদর সোহাগ পেলাম না তো

পেলাম শুধু অবহেলা...

আয় জন্ম নিয়ে পৃথিবীতে

ঠুকর খেলাম সারা বেলা

ও আদর সোহাগ পেলাম না তো

পেলাম শুধু অবহেলা...

এই অবুঝ মনেতে নেয় সবুজ আশা

সপ্ন বিহিন দৃষ্ট...

মাটি এই মাটি,মাটি এই মাটি...

এতো মানুষ চারে দিকে

আমি যেন কারো কেউ না

আলোর মাঝে কুয়াশা আমি

হাসির মাঝে কান্না...

ও এতো মানুষ চারে দিকে

আমি যেন কারো কেউ না

আলোর মাঝে কুয়াশা আমি

হাসির মাঝে কান্না...

যেন আধার ঘেরা পথে ঠিকানা খুজি

করি যে অনাত সৃষ্টি

এই মাটি এই মাটি,মাটি এই মাটি...

এই বুকেত কষ্ট আছে

আছে শুধু জালা জালা

আমার গল্প শুধু আমি জানি

যায় না তো বলা বলা

যেন চ্যত্রি রোদে পুরে জীবন আমাার

আসে না সুখের বৃষ্টি

এই মাটি এই মাটি,মাটি,এই মাটি...

মাটি,হেই মাটি,ওও মাটি,হু মাটি...

মাটি মাটি মাটি,এই মাটি মাটি মাটি

হেই হেই হেই...

Еще от Biplob

Смотреть всеlogo

Тебе Может Понравиться