menu-iconlogo
huatong
huatong
avatar

Udash dupur bela sokhi

BSShuatong
🎶Somik𖧷Sky🎶🇧🇩BSS,huatong
Тексты
Записи
আর উদাস দুপুর বেলা সখি

আসবে কি একলা নদীর ঘাটে রে,

দেখতে তোমায় মন চাইছে

ও কি দেখতে তোমায় মন চাইছে।।

আর একবার যদি আসো সখি

জল ভরিবার ছলে ..

মনের কথা বলবো তোমায়

বসে কদম তলে,

মনের কথা বলবো তোমায়

বসে কদম তলে।

একবার যদি আসো সখি

জল ভরিবার ছলে ..

মনের কথা বলবো তোমায়

বসে কদম তলে,

মনের কথা বলবো তোমায়

বসে কদম তলে।

তুমি সকল দুঃখ ভুলে যেও

চোখের পানে চেয়ে,

তুমি সকল দুঃখ ভুলে যেও

চোখের পানে চেয়ে,

আর শক্ত কইরা ধরিয়ো হাত

ছাইড়া যাইবার ভয়ে,

দেখতে তোমায় মন চাইছে

ও কি দেখতে তোমায় মন চাইছে।

আর উদাস দুপুর বেলা সখি

আসবে কি একেলা নদীর ঘাটে রে,

দেখতে তোমায় মন চাইছে

ও কি দেখতে তোমায় মন চাইছে।।

আর না জানি মুই লিখতে চিঠি

না জানি মুই পড়তে ..

বাঁশির সুরে ডাকি তোমায়

আসো না গো ছুটে,

বাঁশির সুরে ডাকি তোমায়

আসো না গো ছুটে।

আর উথাল পাথাল নদীর ঢেউয়ে

বুকে জোয়ার ভাটা চলে,

উথাল পাথাল নদীর ঢেউয়ে

বুকে জোয়ার ভাটা চলে,

চেয়ে তোমার পানে,

দেখতে তোমায় মন চাইছে

ওকি দেখতে তোমায় মন চাইছে।

আর উদাস দুপুর বেলা সখি

আসবে কি একলা নদীর ঘাটে রে,

দেখতে তোমায় মন চাইছে

ওকি দেখতে তোমায় মন চাই

Еще от BSS

Смотреть всеlogo

Тебе Может Понравиться