menu-iconlogo
huatong
huatong
chandrabali-rudra-dutta-je-rate-mor-duarguli-cover-image

Je Rate Mor Duarguli

Chandrabali Rudra Duttahuatong
ohandkehuatong
Тексты
Записи
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে

যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে

জানি নাই তো তুমি এলে আমার ঘরে

যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে

সব যে হয়ে গেল কালো

নিবে গেল দীপের আলো

সব যে হয়ে গেল কালো

নিবে গেল দীপের আলো

আকাশ-পানে হাত বাড়ালেম কাহার তরে

জানি নাই তো তুমি এলে আমার ঘরে

যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে

অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি

ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি

অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি

ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি

সকালবেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছ তুমি এ কি

সকালবেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছ তুমি এ কি

ঘর-ভরা মোর শূন্যতারই বুকের ′পরে

জানি নাই তো তুমি এলে আমার ঘরে

যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে

Еще от Chandrabali Rudra Dutta

Смотреть всеlogo

Тебе Может Понравиться