menu-iconlogo
huatong
huatong
Тексты
Записи

কাড়ি নি সে ভুল

অবেলা বকুল

থাকো ছুঁয়ে

একূল অকূল

থাকো ছুঁয়ে

শহুরে বাতাস

ছুঁয়ে থাকো

নিয়ন আকাশ

আবছায়া চলে যায়

হিজলের দিন

অভিমান জমে জমে

আমি ব্যাথাহীন

আবছায়া চলে যায়

হিজলের দিন

অভিমান জমে জমে

আমি ব্যাথাহীন

আহারে জীবন

আহা জীবন

জলে ভাসা পদ্ম যেমন

আহারে জীবন

আহা জীবন

জলে ভাসা পদ্ম জীবন

আহা পারিতাম

যদি পারতাম

আঙ্গুলগুলো ছুঁয়ে থাকতাম

বিসাদেরই জাল

তাল মাতাল

এ কোন দেয়াল

এ কোন আড়াল

ছাই হয় গোধূলি

কারে যে বলি

এ কোন শ্রাবণ আজ বয়ে চলি

আহারে জীবন

আহা জীবন

জলে ভাসা পদ্ম যেমন

আহারে জীবন

আহা জীবন

জলে ভাসা পদ্ম জীবন

আহা সংশয়

যা হবার হয়

বুঝে না হৃদয়

কত অপচয়

কনক্রিট মন

মিছে আলাপন

বিসর্জনে ক্লান্ত ভীষণ

মেঘে মেঘে জমে আজ

বেদনার বাঁধ

ঢেওয়ে ঢেওয়ে থেকে থেকে

জলের নীলাভ

আহারে জীবন

আহা জীবন

জলে ভাসা পদ্ম যেমন

আহারে জীবন

আহা জীবন

জলে ভাসা পদ্ম জীবন

আহারে জীবন

আহা জীবন

জলে ভাসা পদ্ম জীবন

আহারে জীবন

আহা জীবন

জলে ভাসা পদ্ম জীবন

Еще от chirkut/Nusrat, Irfan khan/Tisha/Mustofa Faruki

Смотреть всеlogo

Тебе Может Понравиться