menu-iconlogo
huatong
huatong
chirodini-tumi-je-amar--cover-image

চির দিনই তুমি যে আমার

Chirodini Tumi Je Amarhuatong
mistierw3huatong
Тексты
Записи
চিরদিনই তুমি যে আমার

যুগে যুগে আমি তোমারই

চিরদিনই তুমি যে আমার

যুগে যুগে আমি তোমারই

আমি আছি সেই যে তোমার

তুমি আছো সেই আমারই

সঙ্গী...

সঙ্গী...

আমরা অমর সঙ্গী...

এত কাছে রয়েছো তুমি

আরো কাছে তোমাকে যে চাই

তুমি ছাড়া এমন আপন

আমার যে আর কেউ নাই

এত কাছে রয়েছো তুমি

আরো কাছে তোমাকে যে চাই

তুমি ছাড়া এমন আপন

আমার যে আর কেউ নাই

আমি কি গো তোমাকে ছেড়ে

একা একা থাকতে পারি

সঙ্গী...

সঙ্গী...

আমরা অমর সঙ্গী...

হুম.. হুহুম...হু্মম...

হুম.. হুহুম...হু্মম...

হুম.. হুহুম...হু্মম...

হু''উ''হু উ''উম...

এ জীবন ফুরিয়ে যেদিন

পাবো এক নতুন জীবন

সেদিনও হবে একাকার

দু’জনার এই দু’টি মন

হৃদয়ের সব কবিতা

ঝরে পড়ে ছন্দ তারই

চিরদিনই তুমি যে আমার

যুগে যুগে আমি তোমারই

আমি আছি সেই যে তোমার

তুমি আছো সেই আমারই

সঙ্গী...

সঙ্গী...

আমরা অমর সঙ্গী...

Еще от Chirodini Tumi Je Amar

Смотреть всеlogo

Тебе Может Понравиться