menu-iconlogo
huatong
huatong
dev2052-brishti-jhore-jhore-modhur-dana-srikanto-acharya-cover-image

Brishti Jhore Jhore Modhur Dana Srikanto Acharya

Dev2052huatong
debasish291huatong
Тексты
Записи
বৃষ্টি ঝরে, ঝরে মধুর দানা

আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা

কান্না ঝরে কার,

প্রিয়ংবদা শ্যামাঙ্গি বর্ষা রে বর্ষা

বৃষ্টি ঝরে, ঝরে মধুর দানা

আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা

কান্না ঝরে কার,

প্রিয়ংবদা শ্যামাঙ্গি বর্ষা রে বর্ষা

দূরের আকাশ মেঘের পাড় বোনা

মেঘের ঘরে শয্যাপাতে ঘুমন্ত কল্পনা

দূরের আকাশ মেঘের পাড় বোনা

মেঘের ঘরে শয্যাপাতে ঘুমন্ত কল্পনা

কার এ ছায়া মায়া, কার এ ছায়া মায়া

বর্ষা মেঘ গড়ে আমার তিলোত্তমার কায়া।

কান্না ঝরে কার,

প্রিয়ংবদা শ্যামাঙ্গি বর্ষা রে বর্ষা

বৃষ্টি ঝরে, ঝরে মধুর দানা

আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা

কান্না ঝরে কার,

প্রিয়ংবদা শ্যামাঙ্গি বর্ষা রে বর্ষা।

সূর্য ভাঙা লক্ষ মানিক জ্বলে

মেঘের কপাট খোলে

বৃষ্টি ঝরে, অঙ্গ গলে, শ্যামাঙ্গি বর্ষা

তিন কন্যার বেদনা মল্লার।

বৃষ্টি ঝরে, ঝরে মধুর দানা

আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা

বৃষ্টি ঝরে, ঝরে মধুর দানা

আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা

কান্না ঝরে কার, কান্না ঝরে কার,

প্রিয়ংবদা শ্যামাঙ্গি বর্ষা রে বর্ষা

বৃষ্টি ঝরে, ঝরে মধুর দানা

আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা

কান্না ঝরে কার,

প্রিয়ংবদা শ্যামাঙ্গি বর্ষা রে বর্ষা..

প্রিয়ংবদা শ্যামাঙ্গি বর্ষা রে বর্ষা..

প্রিয়ংবদা শ্যামাঙ্গি বর্ষা রে বর্ষা..

Еще от Dev2052

Смотреть всеlogo

Тебе Может Понравиться