menu-iconlogo
huatong
huatong
avatar

Kichu Kotha Kichu Gan কিছু কথা কিছু গান

Different Touchhuatong
mrvillahermosahuatong
Тексты
Записи
কারাওকে ভার্সন বাই আলী স্পেশাল

কিছু কথা কিছু গান আছে

তবুও আমার ব্যথার মাঝে

ছিঁড়েছে তার তবুও প্রাণ আছে

ছিন্নবীণায় কি সুর বাজে

কিছু কথা কিছু গান আছে

তবুও আমার ব্যথার মাঝে

ছিঁড়েছে তার তবুও প্রাণ আছে

ছিন্নবীণায় কি সুর বাজে

চোখেতে ঝলক ছিল,ছিল কত আশা

হৃদয়ে আমার ছিল ভালবাসা

চোখেতে ঝলক ছিল, ছিল কত আশা

হৃদয়ে আমার ছিল ভালবাসা

আজও আছে, শুধু সেই তুমি নেই

দেখেছি যেমন বিদায়ও সাঝে

কিছু কথা কিছু গান আছে

তবুও আমার ব্যথার মাঝে

নিবিৃতে পুড়ছে মন, প্রণয়ও ঝড়ে

না বলা কথামালা গাঁথারও তরে

নিবিৃতে পুড়ছে মন, প্রণয়ও ঝড়ে

না বলা কথামালা গাঁথারও তরে

সুর কি কখনো বলো রইবে থেমে

পৃথিবী হারিয়ে মোর, তোমারও প্রেমে

কিছু কথা কিছু গান আছে

তবুও আমার ব্যথার মাঝে

ছিঁড়েছে তার তবুও প্রাণ আছে

ছিন্নবীণায় কি সুর বাজে

কিছু কথা কিছু গান আছে

তবুও আমার ব্যথার মাঝে

ছিঁড়েছে তার তবুও প্রাণ আছে

ছিন্নবীণায় কি সুর বাজে

Еще от Different Touch

Смотреть всеlogo

Тебе Может Понравиться