menu-iconlogo
huatong
huatong
avatar

Na Bola Kotha (Short)

Eleyas Hossainhuatong
allahlovehuatong
Тексты
Записи
শোন বলি তোমায়

না বলা কথাগুলো আজ বলে দিতে চাই

বল কি বলতে চাও

সারাটি জীবন ধরে শুনে যেতে চাই

ভালবাসি আমি যে তোমায়

এই কথাটাই ছিল শুধু বলার

ভালবাসি আমিও তোমায়

সব কথা কি মুখে বলে দিতে হয়

আকাশের ঐ নীল ঠিকানায়

মেঘেরা সদা ডানা ছড়ায়

ওদেরি সেই ভালবাসা

এ মনে আজ পেয়েছে ঠাই

জড়াবো আজ ডোরে তোমাকে অনুভবে

আকাশের চেয়ে বেশি তোমাকে ভালবাসি

ভালবাসি আমি যে তোমায়

এই কথাটাই ছিল শুধু বলার

ভালবাসি আমিও তোমায়

সব কথা কি মুখে বলে দিয়ে হয়

Еще от Eleyas Hossain

Смотреть всеlogo

Тебе Может Понравиться